অনেক দিন লেখা হয়নি । কিন্তু এমনিতে যে খুব একটা ব্লগে লিখি তা না। আর আমার কাছে লেখালেখি টাইপ কাজ খুব বিরক্তিকর লাগে । তবে গাণিতিক পদার্থবিদ্যা পরীক্ষা দেবার পর মনটা একটু ভাল । কারন যে পরিমানের ঝড়-ঝাপটার মধ্য থেকে বেচে ফিরে এসেছি তাতে মন একটু ভাল হওয়ারই কথা ।
এ পরীক্ষার হলে প্রশ্ন দেখে মাথা ঘুরে পড়ে যাওয়া অত্যান্ত স্বাভাবিক। কিন্তু এখন এই চাপহীন অবস্থা ভাল লাগছে না । মনে হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তির মত কোন ঘটনা ঘটেছে । অনেক দিন চাপে থাকার ফলে মাথা যে খারাপ হয়েছে তা আর ঠিক হচ্ছে না । কিন্তু সামনে আবার ল্যাব ভাইভা ।
স্যারের সামনে গেলে নিজেকে প্রাইমারি স্কুলের বাচ্চার মত মনে হয় কিচ্ছু ঠিক মত বলতে পারি না । কিন্তু আমাদের গ্রুপের একটা ট্রাম্প কার্ড আছে । হা হা হা । আশা করছি ওটা দিয়েই স্যারকে আটকানো যাবে । কি আর করব হাতে আর কোন কার্ড নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।