আমাদের কথা খুঁজে নিন

   

সামুর একটি ফাউল নিকের আত্মকাহিনী

সূচনা: মনে আছে আজ থেকে বেশ কয়েকমাস আগে আমার মালিক আমাকে সামুর পাতায় তৈরী করেছিল। প্রথম কয়েক সপ্তাহ আমি ঘর থেকেই বের হতে পারি নাই, কারণ আমার নাকি প্রথম পাতায় এক্সেস ছিলো না। একসময় অপেক্ষার পালা শেষ হলো। ধীরে ধীরে আমি বড় হওয়া শুরু করলাম। সব বুঝতে পারা শুরু করলাম।

যদিও আমার মালিক আমার নাম রেখেছে ''পাকাচুল'' , আসলে আমার মালিকের চুল কিন্তু পাকে নাই। আমার মালিক এখনো একজন তাগাড়া যুবক। আমি কে? আমি একটা অসহায় নিক, আমার নিজের কিছু বলার থাকেনা, যতক্ষণ না আমার মালিক আমার বুকে কিছু না লিখে। আমার খুবই খুশী লাগে, যখন আমার মালিক আমার বাম পাশে নতুন ব্লগ লিখুনে ক্লিক করে। আমার আত্মীয়রা: যতটুকু জানি, আমার আরো কয়েকটা সহোদর নিক আছে, আমার মালিক এক এক সময় এক একটা নিক ব্যবহার করে।

কোনো নিক দিয়ে রোমান্টিক পোস্ট দেয়, কোনোটা দিয়ে ছাগু মার্কা পোস্ট দেয়, আবার কোনোটা দিয়ে দেশপ্রেমিকের পোস্ট দেয়। তখন ব্লগের সবাই আমার মালিক কে বলে, "রিভার্স খেলছে!!!!!" এই কারণে এক এক নিক এক একটা টাইটেল ও পেয়েছে। একটা নিক আছে জামাতী, একটা বিএম্পি, একটা হাম্বালীগের। আর একটা আছে বামহাতি নিক। (ছোট করে বলে রাখি, একটা ছাঁই্যয়া নিকও আছে আমার মালিকের।

) । একটা নিক দিয়ে চরম গালাগালি করে, যেটা দেখে আমার নিজেরও লজ্জ্বা লাগে। আবার কোনো নিক দিয়ে বুদ্ধিজীবি, জনদরদী মার্কা পোস্ট দিয়ে ব্লগ সমাজের সুনাম কুড়াতে চায়। মাঝে মাঝে স্টিকি হওয়ার দাড়প্রান্তেও চলে যায়, কিন্তু আমার কোনো ভাই এখনো তেমন হতে পারে নাই। আমার দুঃখ: আফসুস, আমি আমার ভাইদের মতো হতে পারলাম না, আমাকে দিয়ে ছাগু-ভাদা টাইপের পোস্ট দেয় না, ছুশীল পোস্টও দেয় না।

একসময় আমরা মোট ৭ ভাই ছিলাম, কিন্তু ব্লগের এডমিন আমার ২ ভাইকে ব্যান করে দিয়েছে। সে দিন আমার মালিকের কি যে দুঃখ!! এতো কষ্ট করে এতো অপেক্ষা করে নিকের জন্ম দেওয়া পর ব্যান হয়ে যাওয়াটা আসলেই কষ্টকর। আমি নিজেও ৩ বার জেনারেল হয়েছি মালিকের লেখা আর মডুর নাখোশ হওয়ার কারণে। একবার মালিকের মনের দুঃখটা বুঝার চেষ্টা করুন!! মনে আরো একটা দুঃখ আছে, আজো আমার লিখা কোনো পোস্ট স্টিকি হইলো না। কোনো পোস্ট ২০০০ এর বেশি হিট পাইলো না।

আমার জন্মের ইতিকথা: একসময় আমার মালিক খুব ভালো মানুষ ছিলেন, সে অনেক কাল আগের কথা, যখন সামুতে প্লাস আর মাইনাস দুইটাই ছিলো। সেই যুগে আমার মালিকের খালি একটাই নিক ছিলো প্রথমে। সপ্তাহন্তে ২-১টা সুশীল পোস্ট দিতো। কিন্তু হঠাৎ একদিন কয়েকজন এসে গালি দিলো আর কয়েকটা মাইনাস দিলো সুশীলপোস্টে । এটা দেখে মালিকের মাথা গরম হয়ে যায়।

সেদিনই ঠিক করে, নতুন নিক খোলা দরকার, না হলে ভার্চুয়াল সমাজে মান সম্মান থাকে না। তারপর শুরু হলো নতুন নিক খোলার পালা, একেবারে শেষের দিকে আমার জন্ম। বলা যেতে পারে, আমার ভাইদের মধ্যে আমি সবচেয়ে ছোট। আমরা সবাই যখন বালেগ হলাম (+/- দিতে পারতাম), তখন আমাদের খুশি আর দেখে কে? আমার ভালো লাগা, মন্দ লাগা , বাঁদরামী মালিকের যারে পছন্দ হতো না, তাকে সবাই মিলে একসাথে মাইনাস দেওয়া শুরু করতাম। আর এক ভাইদের পোস্টে অন্যভাইরা সবাই মিলে প্লাস দেওয়া শুরু করতাম।

এইভাবে ভালোই দিন চলে যাচ্ছি। হঠাৎ বেরসিক মডুরা মাইনাস দেওয়া বন্ধ করে দিলো। বয়সে ছোট হওয়ার ঠিক মতো মনের সুখ মিঠিয়ে মাইনাস দিতে পারি নাই। সে দুঃখ আজো আমাকে তাড়া করে। এখনো মাঝে মাঝে নস্টালজিক হয়ে পড়ি, মনে হয় শুধু "আগে কি সুন্দর দিন কাটাইতাম!!!!" আমার বর্তমান অবস্হা: ব্লগার পরিসংখ্যান পোস্ট করেছেন: ৩৮টি মন্তব্য করেছেন: ১০৩৫টি মন্তব্য পেয়েছেন: ১২৭২টি ব্লগ লিখেছেন: ৮ মাস ১ সপ্তাহ ব্লগটি মোট ৩৯১০২ বার দেখা হয়েছে এর মধ্যে কোনো ভালো লিখা আমার মালিক আমাকে দিয়ে প্রকাশ করাই নাই।

বেশিরভাগই আউল ফাউল লিখা। অনেকে আমার বুকে কমেন্ট করে যায় 'বাল্পোস্ট' তখন দুঃখে আমার কান্না চলে আসে। এখনো কান্না পাচ্ছে, আরো অনেক কিছু লিখার ইচ্ছে আছে, কিন্তু মনটা খুব খারাপ হয়ে আছে। ভবিষ্যত পরিকল্পনা: চিন্তা করছি, সামুতে সহব্লগারদের সাথে যোগাযোগ বাড়াবো, তাই ফেসবুকে একটা একাউন্টও খুলেছি। তার ঠিকানা হলো Click This Link কেউ যদি আমাকে বন্ধু মনে করো, তাহলে স্মৃতির বাধনে বেঁধে রাখতে পারো।

আমি যদি সামুতে নাও থাকি, ফেসবুকে তো থাকবো আশা করি। সেখানে তো মডুদের চোখ রাঙানী নাই। উপসংহার: সবাই আত্মজীবনী লিখে তার শেষ বয়সে এসে। কিন্তু যে হারে প্রায়ই নানাবিধ নিক মারা যাচ্ছে (ব্যান), তাতে আমার নিজের মনেও ভয় ধরে গেছে। কখন মডুরা আবার ব্যান করে দেয়!!! তাই নিজের না বলা কথা আপনাদের কাছে বলে গেলাম।

আপনাদের ব্লগিং শুভ হোক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.