মনের এলোমেলো ভাবনাগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার এক অপচেষ্টা। ছেলেটির ছিলো একটি ভাঙা কুঁড়েঘর,
হোগলাপাতার চাল, খুঁটি নড়বড় ।
ছিলো শীর্ণ তার রোগা দুটি হাত,
বুকে ছিলো কিছু কষ্ট জমাট।
ছিলো পরিচিত ক্ষুধার তাড়না,
ছিলো দারিদ্রের নিয়মিত যন্ত্রণা।
তবুও থাকেনি থেমে অবারিত মন,
চোখে ছিলো স্বপ্নের আলোড়ন।
পুরনো বই ক’ টা ছিলো সম্বল
বুকে ছিলো একরাশ দৃঢ় মনোবল।
এই নিয়ে শুরু পথে এগিয়ে চলা,
লুকায়িত স্বপ্নের ঠিকানা খোঁজা।
বাস্তবতা তাকে দেয়নি তো ছাড়,
ছিলোনা প্রাচুর্যের মহা সম্ভার।
ভেঙে গেল সে কত ঝড়ো তুফানে,
ঢেকে গেল সাধগুলো ধুলোর আবরনে।
ছলোছলো চোখ যখন ঘন নোনাজলে,
প্রেরণা খোঁজে সে দুঃখিনী মায়ের আঁচলে।
একদিন পথে মিলে গেল ঠিকানা,
পরাজিত বাস্তব, জয়ী অবুঝ কল্পনা।
সাফল্য ছুঁয়ে দিলো তার দুই হাত,
দুঃখিনী মায়ের চোখে আনন্দ অশ্রুপ্রপাত।
সমাজ বললো তাকে অদম্য মেধাবী,
আমি বলি সে যোদ্ধা, সত্য সংগ্রামী । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।