ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আসিফ ইব্রাহীমের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।
ব্যবসায়ীরা এ বিষয়ে সচেতন থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
আগামী অগাস্ট মাসের প্রথম দিকে শুরু হচ্ছে মাসব্যাপী রমজান। রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া দেশের সব সময়ের চিত্র।
প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
বর্তমান সরকারকে ব্যবসায়ীবান্ধব সরকার আখ্যায়িত করে হাসিনা বলেন, "এখন আর হাওয়া ভবনের পাওনা মিটিয়ে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবসা করছেন। "
প্রেসসচিব বলেন, "ব্যবসায়ী প্রতিনিধিরা বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বিদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের মর্যাদা এখন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
"
প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে গ্যাস উত্তোলন শুরুর কথা জানিয়ে বলেন, এটা দেশের জন্য খুবই সুসংবাদ। অন্যান্য যেসব স্থানে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে, সে সব স্থানেও গ্যাস পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সক্রিয়তার কথা তুলে ধরে হাসিনা জানান, গত বছর এডিপির ৯২ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে একটি বিজনেস ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের এ অনুরোধ বিবেচনার আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।