আমাদের কথা খুঁজে নিন

   

কনসার্টে ব্যান্ডসঙ্গীতের ইতিহাস : ব্ল্যাক ব্যান্ডের কোনো নামগন্ধ নেই!

রিজওয়ানুল ইসলাম রুদ্র ১. বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের ইতিহাস নিয়ে কনসার্ট আয়োজন করেছে কিউবি। কিউবি জাংশনের এবারের ভাবনা 'হিস্ট্রি অব রক এন রোল'। গত শতকের সত্তরের দশকের গোড়া থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এমন ১১টি উল্লেখযোগ্য ব্যান্ড গান করবে এ অনুষ্ঠানে। ব্যান্ডগুলো হলো : ১. সোলস ২. মাইলস ৩. রেনেসাঁ ৪. ফিডব্যাক ৫. এলআরবি ৬.ওয়ারফেজ ৭. দলছুট ৮. আর্টসেল ৯. ক্রিপটিক ফেইট ১০. নেমেসিস ১১. উচ্চারণ ২ জুলাই মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট 'হিস্ট্রি অব রক এন রোল'... ২. শুরুতেই শানে নুযূল হিসেবে এই কপি-পেস্ট। বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা কনসার্ট হতে যাচ্ছে ২ জুন।

সেখানে প্রজন্মের ব্যান্ড 'ব্ল্যাক' এর নাম না দেখে যারপরনাই হতাশ হলাম। এমনকি গুরুত্বপূর্ণ ব্যান্ড 'অর্থহীন' এর নামও তালিকায় স্থান পায় নাই। ব্ল্যাককে বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের সর্বশেষ সংযোজন হিসেবেই উল্লেখ করা যায় যারা অত্যন্ত সাফল্যের সাথে 'অল্টারনেটিভ রক' ধাঁচকে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত করেছে। বর্তমান প্রজন্মের অন্যতম সফল ও জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক যাদের তিনটি অ্যালবাম আমার পৃথিবী, উৎসবের পর এবং আবার কেবল শুদ্ধ ব্যান্ডসঙ্গীতের ক্ষেত্রেই পরিবর্তন আনে নাই, এনেছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। সার্বিক বিবেচনা সাপেক্ষে কী কিউবি এই ব্যান্ডদলের তালিকা প্রকাশ করেছে? মনে হয় না! তাহলে তারা বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের সঠিক ইতিহাস তুলে ধরবে কী ভাবে? অর্থহীন ব্যান্ডের সুমন দেশসেরা বেস গিটারিস্ট যাঁর নামই রাখা হয়েছে 'বেসবাবা'।

সেখানে অর্থহীনও নেই! ব্ল্যাক সম্পূর্ণ ব্যতিক্রমী ব্যান্ড এবং অন্য কোনো ব্যান্ড তাদের মিউজিক অব কম্পোজিশনে এতটা পরিবর্তন আনে নাই্। কিউবির কাছে অনুরোধ, নতুন প্রজন্মকে ব্যান্ডসঙ্গীতের ইতিহাস সম্পর্কে ভুল ধারণা যেন তৈরী করিয়ে দেয়া না হয়। উচ্চারণ শ্রদ্ধেয় আজম খানের হাতে তৈরী। সেটাকে অবশ্যই প্রথম সারিতেই রাখতে হবে। ব্ল্যাক এর শুরুর দিকে আজম খান তাঁর মিক্সড অ্যালবামে ব্ল্যাকের গান নির্বাচন করেছিলেন এবং ব্ল্যাক পেয়েছিলো আজম খানের ভূয়সী প্রশংসা।

৩. ব্যতিক্রমী এই ব্ল্যাককে তালিকায় স্থান দেয়া হোক। তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.