আমাদের কথা খুঁজে নিন

   

কনসার্টে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ শাফিনের, গ্রে’র অস্বীকার

বৃহষ্পতিবার আয়োজিত আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ-২০১৪ এর সেলিব্রেশন কনসার্টে সংগীত পরিবেশন করেন ভারতীয় সুরকার এ আর রেহমানসহ ভারতীয় শিল্পীদের একটি দল, মার্কিন হিপহপ আর্টিস্ট একন এবং বাংলাদেশী মিউজিক্যাল ব্যান্ড ও শিল্পীরা। ওই কনসার্টে বাংলাদেশের অপর ব্যান্ড দল এলআরবির আগে মাইলসের গাওয়ার কথা থাকলেও তাদেরকে পরিবেশন করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন শাফিন।

বৃহস্পতিবার রাতে আপলোড করা ১১ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওর পুরোটা জুড়েই ছিল শাফিনের একক বক্তব্য।

গ্লিটজ-এর পক্ষ থেকে কনসার্টের ইভেন্ট ম্যানেজার প্রতিষ্ঠান গ্রে অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইফুল আজম বলেন, “মাইলস সময়মতো মাঠে ছিল না। ” আজম নিজেকে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

পোস্ট করা ভিডিওতে শাফিন বলেন, “প্রোগ্রাম যেভাবে সাজানো ছিল তাতে অর্ণব, সোলস ও তার পরে আমাদের বাজানোর কথা। সন্ধ্যাবেলা টাইমমতো আমরা মাঠে উপস্থিত হই। যখন সোলস তাদের পার্টটা মাত্র শেষ করে নামল। তখন আমরা মাইলস সম্পূর্র্ণভাবে উপস্থিত সকল মেম্বার নিয়ে। ”

ভিডিওতে মাইলসের বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাইফুল আজম মন্তব্য করেন, “এটা আনপ্রফেশনাল, অবান্তর ও হাস্যকর।

ওই কনসার্টে প্রতিটি ব্যান্ডদল ২০ মিনিট করে পরিবেশন করার কথা থাকলেও মাইলসের স্লট সহ ৪০ মিনিট পরফর্ম করে এলআরবি।

এলআরবির নাম উল্লেখ না করে শাফিন বলেন, “পার্টিকুলারলি দিস ওয়ান ব্যান্ড যারা এ ধরনের রোল প্লে করে এসছে, অনেকের সাথে বছরের পর বছর এবং আজকে বড় ধরণের একটা গেম প্লে করে তারা হয়তো নিজেদেরকে মনে করছে খুব ভিক্টোরিয়াস। ” শাফিন যোগ করেন, “বাট ট্রাস্ট মি, গেম হ্যাজ জাস্ট বিগান। আই থিঙ্ক উই হ্যাভ টেকেন এনাফ। ”

এ বিষয়ে এলআরবির ভোকালিস্ট ও ফ্রন্টস্যান আইয়ুব বাচ্চুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার একটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ও অপর মোবাইল ফোনটিতে রিং হলেও কেউ ফোন ধরেননি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.