নিউইয়র্কে শনিবার এক চ্যারিটি কনসার্টে পোশাক শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের ন্যূনতম মজুরির দাবি জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি বিশ্ব থেকে দারিদ্র্য দূর করার আন্দোলনে অংশ নেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
গ্লোবাল সিটিজেন মুভমেন্টের উদ্যোগে চলতি বছরের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হয়। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত এ কনসার্টে উপস্থিত ছিলেন অর্ধলক্ষাধিক তরুণ-তরুণী। এতে সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমা সঙ্গীত জগতের সুপারস্টার বোনো, কিংস অব লিও, এলিসিয়া কিস এবং জন মায়ার সহ আরও অনেকে।
কনসার্টে ড. ইউনূস ছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম কিম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।