লিখতে পারিনা বলেতো ভাবনা গুলোকে অন্তরবন্দি করে রাখতে পারিনা। মস্কোতে আমার ভার্সিটিতে বেশ কিছু এরাবিয়ান রিসার্চার আছেন যাদের সাথে নিয়মিত কথা হয় বিভিন্ন বিষয়ে। আজ হোস্টেলে আমার ফ্লোরে ১ সিরীয় ছাত্র হঠাৎ করে আমাকে ১ টা প্রশ্ন করে বসল
'Почему ваши люди не любят ислам'
'অর্থাৎ কেন অধিকাংশ বাংলাদেশিরা ইসলাম পছন্দ করেনা'। আমি তব্দা খেয়ে গেলাম। 'আপনাকে কে বলল' জিজ্ঞেস করতেই আমাকে ফেইসবুকে ১টা পোস্ট দেখিয়ে কিছুটা জিঘাংসু দৃষ্টিতে তাকিয়ে রইল।
এরাবিক কোন পেইজের পোস্ট, কিন্তু কিছু বুঝলাম না পোস্টে কি লিখা আছে(এরাবিক)। আর হ্যাঁ পোস্টটা সাইদির ছবি সংবলিত। জিজ্ঞেস করলাম কি লিখছে এর সম্বন্ধে। তার ব্যাখ্যা শুনে পুরাই অবাক হয়ে গেলাম । সেখানে লেখা বাংলাদেশের বর্তমান সরকার দেশে ইসলাম ধ্বংস করতে চাইছে।
এজন্য দেশের বড় বড় ইসলামিক স্কলারদের ( সাইদি গং) মিথ্যা মামলায় ও মিথ্যা সাক্ষ্য প্রমানে ফাঁসি দিতে চাইছে। জামায়তে ইসলামীকে নিষিদ্ধ করে চিরতরে দেশ থেকে ইসলাম উঠিয়ে সেকুলার রাষ্ট্র গঠনের পায়তারা করছে। এবং এতে সাহায্য করছে নাস্তিকেরা এবং আমেরিকা। অধিকাংশ এরাবিয়ানদের একটা 'আমেরিকা জুজু' কাজ করে। সব জায়গায় তারা 'একটা আমেরিকার ষড়যন্ত্র' খুঁজে।
শুধু এই একটা পেইজ/পোস্টই না গত কয়েকদিন ধরে বিভিন্ন এরাবিয়ান পেইজে জামাতিদের পক্ষে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তার কাছেই জানলাম। বাংলাদেশ সম্পর্কে তাদের খুব ১টা ধারণা না থাকায়(যুদ্ধাপরাধি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ) জামাতিরা যাই বলছে তারা তাই বিশ্বাস করছে। আলজাজিরাতেও জামাতিদের পক্ষে কথা বলছে এটা আমরা সবাই জানি। এভাবে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে।
মিডিল ইস্টে যারা আছেন তাদেরও হয়ত এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এরপর তার রুমে বসে নেট থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধাপরাধী ইস্যু এবং বর্তমান আন্দোলন সংক্ষিপ্ত করে বুঝায় দিলাম।
আমরা নিয়মিত জামাতিদের মিথ্যা প্রোপাগান্ডা, গুজব নিয়ে আলোচনা করছি, ক্ষোভ প্রকাশ করছি, কিন্তু এগুলো বন্ধ হচ্ছেনা। আমিও আইডিয়া খুঁজছি কিভাবে তাদের ছ্যাঁচড়ামি বন্ধ করা যায়। নিজ নিজ জায়গা থেকে সবারই এসব নোংরামি রুখে দেয়া উচিত।
আইডিয়া শেয়ার করতে পারেন
শাহবাগ চত্বরকে বিবেচনা করা হয় ৩য় শক্তি হিসেবে(in the mean of politics but not as a political party). জনগণকেই নির্ধারণ করতে হবে আন্দোলনের মুভমেন্ট নিয়ে।
অন্তরে আছে বিশ্বাস, অন্ধকার মুছে একদিন জয় হবে জনতার। জয় বাংলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।