ৃদহডস্বডগাবডগানড স্টাফ রিপোর্টার, সিলেট
সিলেটে কোমলপানীয় কোকা-কোলা পান করে ৩ ব্যক্তি অসুস্থ হয়েছেন। গত শনিবার সিলেট নগরীর রয়েল হাসপাতালের সামনের রাজ ডিপার্মেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে। জুনেদ, জসিম ও আলী আকবর চৌধুরী নামের ৩ ব্যক্তি ওই দোকান থেকে একটি (বিওসি-১১২৩) কেনেন, যার গায়ে মেয়দ উত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ১৭ জুলাই ২০১১। পান করার পর একে একে ৩ জনই বমি করতে শুরু করেন। তাৎক্ষণিকভাবে তারা চিকিৎসা নিলে রক্ষা পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি মীমাংসা করেন। রাজ ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজার নিজেও পানীয়টি নষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা তারিখ দেখে কিনে রাখি। ভেতরের বস্তু ভালো না মন্দ তা দেখার ও বোঝার উপায় আমাদের নেই। ভালো-মন্দের দায়দায়িত্ব কোম্পানির বলে জানান তিনি। এ ব্যাপারে নগরীর কুমারপাড়াস্থ সেল্স অফিসের এরিয়া অফিসার জানান, পানীয়টি প্রস্তুত করে কুমিল্লার কে. রহমান এ- কোম্পানি।
আমরা মেয়াদোত্তীর্ণ তারিখের লেভেল দেখে শুধু সেল করি। মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করে থাকলে কোম্পানি দায়ী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।