আমাদের কথা খুঁজে নিন

   

ব্যালট পেপার পেয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ৃদহডস্বডগাবডগানড হবিগঞ্জ প্রতিনিধি ২১ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নে পশ্চিম তিমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের পরের দিন সকালে স্কুলের ছাত্রছাত্রীরা নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যের সিল মারা ব্যালটপেপার পেয়েছে। জানা গেছে, নির্বাচনের পরের দিন সকালে ছাত্ররা স্কুলে এসে স্কুল ঝাড়ু দেয়ার সময় আলমিরার নিচে এক বান্ডিল কাগজ দেখে হাতে নিয়ে খুলে ফেলে। এ সময় স্কুলের একজন শিক্ষক ওই ব্যালটপেপারের বান্ডিলটি তাদের হাত থেকে নিয়ে পুড়িয়ে ফেলেন। এ সময় ছাত্রছাত্রীরা কৌশলে কয়েকটি ব্যালটপেপার তাদের কাছে রেখে দেয়। ছাত্র-ছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের ব্যালটপেপারগুলো দেখালে অনেক অভিভাবক বিভিন্ন ঝামেলার ভয়ে ব্যালটপেপারগুলো লুকিয়ে ফেলেন।

গত শুক্রবার বিকালে পশ্চিম তিমিরপুর গ্রামের এক ছাত্রের অভিভাবক ফুটবল ও টিয়া পাখি মার্কায় সিল দেয়া দুটি ব্যালটপেপার নিয়ে আসেন। ওই অভিভাবক এ সময় ছাত্রছাত্রীদের বরাত দিয়ে এ প্রতিনিধিকে জানান ছাত্রছাত্রীরা ওই ব্যালটপেপারের বান্ডিলে টিউবওয়েল মার্কাসহ চেয়ারম্যান, মেম্বরদের আরো বিভিন্ন মার্কায় সিল মারা ব্যালটপেপার তারা দেখেছে। ওই কেন্দ্রের অনেক মেম্বর ও চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করে বলেন, নিময় অনুসারে কেন্দ্রে ফলাফলা ঘোষণা করে ফলাফল সিট টানিয়ে দিয়ে প্রার্থীর এজেন্টেদের মধ্যে বিতরণের কথা থাকলেও সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ছচলচাতুরীর আশ্রয় নিয়ে তা না করে ভোট গণনার পর পরই কেন্দ্র ত্যাগ করে চলে আসেন। এ ঘটনায় ওই এলাকার ভোটার, অন্যান্য প্রার্থী ও সমর্থকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ওই কেন্দ্রের ভোট পুনগণনার জন্য তিমিরপুর ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ নুর উদ্দিন প্রধান নির্বাচন কমিশনারের কাছে জোর দাবি জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.