আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে চালু হচ্ছে পর্নোগ্রাফি ফিল্টার

যুক্তরাজ্যের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে (আইএসপি) অনলাইন পর্নোগ্রাফি সেবা বন্ধের আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে ইন্টারনেট গ্রাহকরা চাইলে তা চালু রাখতে পারবেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ইন্টারনেট ফিল্টার ইনস্টল করার মাধ্যমে এ প্রক্রিয়াটি কার্যকর করা হবে।
যুক্তরাজ্যের ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে এ সেবাটি বন্ধ রাখতে চায় কি না এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে নেন। যারা পর্নোগ্রাফি বন্ধ রাখতে চাইবেন, তাদের ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার নামের একটি ইন্টারনেট ফিল্টারের সাহায্যে তা বন্ধ করে দেওয়া হবে। আর কেউ যদি সেবাটি চালু রাখতে চায়, তবে সে বিষয়ে কোনো বাধানিষেধ থাকবে না।
এ নির্দেশটি নতুন এবং পুরনো সব ইন্টারনেট গ্রাহকের জন্যই প্রযোজ্য হবে। ক্যামেরন এক বিবৃতিতে জানিয়েছেন, এ বছরের শেষের দিকে যারা নতুন ইন্টারনেট সংযোগ নেবেন, তাদের ইন্টারনেটে স্বয়ংক্রিয়ভাবে ফিল্টারটি যোগ করা থাকবে। তবে তারা চাইলে পরবর্তীতে ফিল্টারটি বন্ধ করে নিতে পারবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.