আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির নতুন খবর ফাঁস

এ বিষয়ক এক প্রতিবেদনে বিবিসি উল্লেখ করেছে, সাত দশকের পুরনো চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একপক্ষ অন্যপক্ষকে বুদ্ধিবৃত্তিক তথ্য বিনিময় করে থাকে। তবে সে চুক্তি অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলোর অনুমতি ছাড়া একে অন্যের তথ্য সংগ্রহ করার কথা নয়।
চ্যানেল ফোন নিউজ ও ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৭ সালে এ বিষয়ক আইনটি সংশোধন করা হয়, যেন অপরাধী কর্মকাণ্ডে সন্দেহভাজন ছাড়াও সাধারণ ব্রিটিশ নাগরিকদের তথ্য সংরক্ষণ করা যায়।
বিবিসির নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি গর্ডন কোরিরা জানান, এ ধরনের ঘটনা মোবাইল ফোনে কথোপকথনের আড়িপাতা বা অনুমতি ছাড়া অন্যের ইমেইল পড়ার মতো নয়। এজন্য আদালতের ওয়ারেন্ট প্রয়োজন। এতে তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে যুক্তরাষ্ট্র ব্রিটেনের নাগরিকদের তথ্য ব্যবহার নীতিমালায় ব্রিটেনের অনুমতিতে ছাড় দেওয়া হয়। এটা যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.