আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকতা ও ন্যায় অন্যায় বোধ

নাস্তিকতা ও ন্যায় অন্যায় বোধ দুটি সাংর্ঘষিক ধারনা। অনেকে নিজেকে কঠোর নাস্তিক ভাবেন সাথে ন্যায় অন্যায়, ভালো মন্দ ইত্যাদি নিয়ে অত্যান্ত বিচলিত থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে এই ভালো মন্দ বোধ এর উৎপত্তি আমাদের ধর্ম সংশ্লিষ্ট মূল্যবোধ। মানুষকে আর দশটা প্রাণীর মত একটা প্রাণী হিসেবে দেখলে 'মরাল' এর কোন স্থান থাকেনা। শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোন থেকে বিচার করলেই ভাল মন্দ, ন্যায় অন্যায় এ সব ধারানাকে একটা পরম/'এবসুলুট' কাঠামো দেয়া সম্ভব।

কিন্তু পার্থিব দৃষ্টিকোন থেকে দেখলে আপেক্ষিকতার কারনে এধরনের মেরুকরন করা যায়না। উদাহরণ স্বরূপ, ধর্মীয় দৃষ্টিকোন থেকে একজন খুনি সর্বজনিন ভাবে অপরাধী এবং হয়ত মৃত্যুদন্ড কোন ক্ষেত্রে 'ন্যায়' সংগত। কিন্তু পার্থিব দৃষ্টিকোন থেকে দেখলে এ ব্যাপার পুরো আপেক্ষিক। একটা খুনীও তখন নিজেকে ঠিক এবং সারা পৃথিবীকে ভুল হিসেবে দেখতে পারে। অর্থাৎ তখন তার দৃষ্টিভঙ্গি আর দশটা প্রাণীর মতঃ ''Survival is the highest priority" ন্যায় অন্যায় সক্রেটিস এর ত্রয়ি তত্ত্বের একটি অংশ।

সংস্কৃতে এসে যা হয়েছে "সত্যম, শিবম, সুন্দরম"। ইংরেজী দাড়ায় Truth, Goodness and Beauty. সক্রেটিস এর মতে- The Idea of the Good is held to be the author of all things, that it is "beyond being" and is the last, greatest, and most difficult reality to behold. এখানেই আমাদের ন্যায় অন্যায় বোধ এর জন্ম। প্রসঙ্গতঃ ডারউইন কিন্তু "ভাল" বলতে বুঝান "সারভাইবাল" ও "রিপ্রডাকশন" এর ক্ষমতা। ডারউইনের পৃথিবীতে কোন metaphysical or divine goodness এর কোন অস্তিত্ব নাই। যাইহোক, সত্যম ও সুন্দরম এ দু'বৈশিষ্টকে হয়ত একটা পরমকাঠামো দেয়া যায়।

কারন সত্য হচ্ছে স্থান ও সময়ের প্রেক্ষাপটে এক একটি ঘটনা আর সুন্দর হচ্ছে কিছু symmetry, asymmetry ইত্যাদির সমন্বয় । কিন্তু শিবম বা Goodness কে এ রকম পরমভাবে সংজ্ঞায়ীত করা সম্ভবনা। সুতরাং, Goodness হচ্ছে নিতান্তই সামাজিক এক মূল্যবোধ। একটি কৃত্রিম কাঠামো যার মাধ্যমে আমরা আমাদের সমাজের harmony নিশ্চিত করি। সমাজে থাকতে হলে এর অনুশীলন ও প্রয়োগ অবশ্যই জরুরী।

, ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।