কিছু বলার আছে আল্লাহর অশেষ রহমতে(!) দেশে নাস্তিকের অভাব নেই । এখন আধুনিক যুগে নাস্তিক হওয়াই আধুনিকতা । কেননা তাহলে যেরকম নিজের জ্ঞান জাহির করা যায় আবার স্মার্টগিরিও দেখান হয় । যদি আমি নিয়মিত মসজিদে যাই তাহলে তো সবাই বলবে আমি মূর্খ , আমি ওল্ড ফ্যাশান এর মানুষ , জ্ঞান-বিজ্ঞান কিছুই বুঝি না ইত্যাদি । আমি ইচ্ছা করেই হিন্দুদের কথা বললাম না কারণ তাদের ধর্মে নাস্তিকতা বৈধ ।
যাই হোক , নিজেকে নাস্তিক বললে বড় সুবিধা হল একটি বিশেষ ছাত্র সংগঠনে সহজেই জায়গা পাওয়া যায়। কিন্তু আমরা চিন্তা করে দেখি না এদের সামাজিক অবস্থান ।
আমি মনে করি নাস্তিকরা দুনিয়ার সবচেয়ে সুবিধাবাদী ও নিচু মনের মানুষ । এদের কার্যকলাপের দিকে আমরা তাকাই-
১. কারও কোন যুক্তি তারা ভালভাবে দেখে না । কারণ তালগাছ তাদেরই।
২. তারা অস্ত্র হিসেবে মুক্তিযুদ্ধ , জঙ্গিবাদ, মূর্খতা ব্যবহার করে।
৩.নিজেদের সবজান্তা মনে করে।
৪.নারীদের ব্যবহার করে ।
৫.অবৈধ যৌন সম্পর্ক সমর্থন করে ।
৬.ধার্মিক দেখলেই এরা জঙ্গি বলে।
৭.নিজেরা নেটে সক্রিয় হলেও বাস্তব জীবনে নিজেদের এই রূপ লুকিয়ে রাখে। কারণ তারা ভীতু।
আসুন এদের প্রতিরোধ করি কারণ এরা সমাজের জন্য ভয়াবহ।
যারা মূল্যবান সময় নষ্ট করে এই লেখা পড়লেন তাদের ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।