আমাদের কথা খুঁজে নিন

   

আস্তিকতা এবং নাস্তিকতা! নাস্তিকতা কী পৃথিবীর তৃতীয় ধর্ম? কিছু ভিডিও আর সাথে সায়েন্সের ককটেল...

We make a living by what we get, we make a life by what we give আমরা মানুষসকল সৃষ্টিকর্তার এক অভিনব পন্য! সমস্যা হল, এই উক্তিটি হয়ত অনেকের কাছে গ্রহনযোগ্য নয় বিশেষ করে আপনি যদি ধর্মে বিশ্বাসী না হয়ে থাকেন। মানুষের ভিন্ন বিশ্বাস থাকতেই পারে। জ্ঞান বিজ্ঞানের এইযুগে, অবিশ্বাসীর সংখ্যা বাড়ছেই। কেন বাড়ছে আর কারা সঠিক অথবা বেঠিক এটি আমার পোস্টের আলোচ্য বিষয় নয় বরং আমার ভালো লাগা কিছু ভিডিও এবং ইন্টেরেস্টিং বিষয় শেয়ার করা! ইউ কে'র ডেইলি মেইল কিছুদিন আগে একটা প্রতিবেদন ছেপে ছিল। হ্যাড লাইনটা ছিল অনেকটা: 'You wouldn't believe it… but having no religious affiliation is now world's third biggest 'faith' after Christianity and Islam' যদিও বিষয়টি অনেকের কাছে হ্য়ত নতুন কিছু না।

ইউরোপে বিশেয করে ধর্ম কর্ম সিকেই উঠেছে। বিষয়টির সত্যতা মিলল নিম্নোক্ত লিংক হতেও: Click This Link আমাদের বিশ্বাস অথবা অবিশ্বাস হয়ত তখনি শক্ত হয় যখন আমরা সত্যকে জানার চেষ্টা করি এবং যুক্তি সাপেক্ষে আলোচনায় বসি যাই হোক ভূমিকাটা একটু বেশীই হয়ে গেল বৈকি! প্রথম ভিডিও: Dawkins on religion! অনেকে হয়ত দেখেছেন, আল জাজিরায় ইদানীং প্রচারিত হয়ে গেল রিচার্ড ডাওকিনস এবং মেহেদী হাসানের মধ্যে আনন্দদায়ক এক আলোচনা। যারা রিচার্ডকে জানেন না, রিচার্ড ইউ কে'র একজন প্রথম সারির ইভোলসনারী বিজ্ঞানী। তিনি বিজ্ঞান চর্চার পাশাপাশি বেশ কিছু লিখালিখি করেছেন। সবচেয়ে সাড়া জাগানো বই হয়ত 'The God Delusion'।

পড়ার খুব ইচ্ছা আছে দেখা যাক! আমার জানা মতে অনেকে বইটি পড়েনি কারন পাছে যদি না নাস্তিক হয়ে যায়! ইমানের অবস্হা তাইলে বোঝেন! যাই হোক, মেহেদী হাসান, অন্যদিকে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার প্রথম সারির একজন সাংবাদিক। অক্সফোর্ডে দীক্ষিত, কমবয়সে বেশ নাম কামিয়েছেন বলা যায়। সময় থাকলে, নিন্মোক্ত ভিডিওটি দেখে নিতে পারেন: আলোচনার মাঝে যে জিনিসটি আমাকে সবচেয়ে অবাক করেছে, সেটি হল রিচার্ডের ধর্মের ভালো/পজিটিভ দিকটি একেবারেই অস্বীকার করা। আবার অন্যদিকে ধর্মের নামে যে হাজার হাজার মানুষ খুন করার উপাত্তটাও ফেলে দেয়ার মত না। রিচার্ডের এভিডেন্স বিত্তিক বিশ্বাসের প্রতি যখন যথেস্ট সম্মান আছে তখন আবার ফিলোসফিক অথবা জীবনের কিছু ফান্ডামেন্টাল বিষয়ে বিজ্ঞানের উত্তর খুবই হতাশাজনক।

দ্বিতীয় ভিডিও: 'Nightmare beyond comprehension' - ফিজিক্সের লোকজন মানবজাতিকে বিভিন্ন সময় বিভিন্ন থিওরি দিয়ে ব্যস্ত রেখেছেন। সমস্যা হচ্ছে, এখন উনারাই হারিয়ে যেতে বসেছেন এত সংজ্ঞার মাঝে! 'Science vs God : Its The Collapse Of Physics As We Know it' মূলত থিওরি অব রিলেটিবিটি এবং কোয়ান্টাম ফিজিক্সের এর মধ্যেই মারামারিটা। কিন্তু এই দুইটি থিওরি একইসাথে সত্য হতে পারে না। ভিডিওটির একটি উল্লেখযোগ্য অংশে প্রফেসার মিশু কাকো (!) হাতে কলমে দেখালেন মডার্ন ফিসিক্সের সর্টকামিং। আমার মনে হয়, এইটা প্রুফ করে না যে সব থিওরি বেঠিক কিন্ত সায়েন্স দিয়া গডের সপক্ষে অথবা বিপক্ষে যুক্তির মাঝে এটা একটা বড় বিপত্তি! আপনি যদি এই বিষয় নিয়ে আগে ঘাটাঘাটি করে থাকেন, তাহলে শেয়ার করুন আপনার মতামত অথবা কোনো অজানা তথ্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.