আমার সব কথা কোন বেদবাক্য নয়। তাতে ভুল থাকবেই,ভুল ধরিয়ে দিলে শোধরে নেব। এই নষ্ট রাজনীতি আর কতদিন?কতদিন এই পা চাটা রাজনীতি চলবে বাংলাদেশে?রাজাকার তোষন বন্ধ হবে কবে?কোন সম্ভাবনা কি শাহবাগের তরুনরা জাগাতে পেরেছে?
এককথায় বলতে গেলে পারেনি। পারেনি কারন বর্তমান তরুন সমাজের রাজনীতির প্রতি বিরুপ মনোভাব। যার কারনে নেতাবিহীন আন্দোলনে শাহবাগ আজ ম্যাড়ম্যাড়ে।
অথবা বলা যায় বামপন্থিদের ভিড়ে অন্যদলের সদস্যদের কাঁচা নেতাদের মঞ্চে ঠিক তেমন সাহসি মনে হয়নাই। হতে পারেনাই।
নাজমুল সোহাগ ও আমাদের নষ্ট রাজনীতির ই একটি ধারা। তারা পরিচ্ছন্ন রাজনীতি করেন না। যেটা বামদলের একমাত্র সম্বল।
লীগ বা দলে পরিচ্ছন্ন ছাত্রনেতা কে আছে?কেউ নাই। তাহলে এই আন্দোলনের সফলতা কিভাবে আসবে?
আমরা কেউ রাজনীতিতে জড়াইতে চাইনা। কারন বর্তমানে যেসব নেতা আমাদের ঘাড়ের উপর বসে আছে তাদের সাথে গিয়ে ভাল কিছু করার স্বপ্ন দেখতেও আমরা সাহস পাইনা।
আর এভাবেই রাজনীতি বিমুখ একটা গোষ্ঠী আমরা গড়ে তুলেছি। অথচ এই আমরা কিন্তু দল বিমুখ হতে পারিনি।
নির্বাচনে আমরা ভোট দেই ঠিকই। লীগ অথবা দল অথবা অন্যা কোন দলকে।
না ভোট চালু করেও আমরা প্রমান করে দিয়েছি না ভোটকে আমরা থোড়াই কেয়ার করি। আমরা দলীয়ভাবে আসলেই অন্ধত্ব মুক্ত হইতে পারিনি।
আমাদের নষ্ট নেতাদের বদলাতে যারা ই মাঠে নামি তারা ইতাদের মত নষ্ট হয়ে যাই কিছুদিনের মধ্যে।
আমাদের নিজেদের এই সমস্যা কাটিয়ে উঠার পথ কি?সে পথ কি খোলা আছে?
আমরা সেই পথে যেতে চাই কি?কিভাবে যেতে চাই?
সোনার বাংলাদেশ আমরা কিভাবে গড়ব?
এভাবেই চলতে থাকলে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হইতে আরো ৫০ বছর অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত লীগ দল আর আর্মির হাতেই আমাদের ভবিষ্যৎ।
আমরা তার মধ্যেই বিরোধিতায় নেমে যাব একে অপরের। এতগুলো বছর। কিন্তু পরিবর্তনে নিজেরা এগিয়ে আসবোনা।
আমরা বাঙ্গালী
আমরা বাংলাদেশী জনতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।