আমাদের কথা খুঁজে নিন

   

গোল্ড কাপ ফাইনালে মেক্সিকোর ৪-২ গোলে জয়

পাবলো ব্যারেরার ২গোলের সুবাদে মেক্সিকো যুক্তরাস্ট্রকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপের শিরোপা জিতলো। আন্দ্রেজ গোয়ার্দাদো ও গিওভানি দস সান্তোসও মেক্সিকোর পক্ষে একটি করে গোল করেন। মাইকেল ব্রাডলি ও ল্যান্ডন ডনোভান ৮ মিনিট ও২৩ মিনিটে গোল করে যুক্তরাস্ট্রকে ২-০ গোলে এগিয়ে দেন। ২৯মিনিটে প্রথম গোল করার পর অনেকটা রিল্যাক্স মেক্সিকোর দ্বিতীয় গোল পাওয়ার জন্যে অতটা অপেক্ষা করতে হয় নি। মাত্র ১০মিনিট পর দ্বিতীয় গোল পায় তারা।

মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৫মিনিট যেতে না যেতেই ৯৩০০ দর্শকের মধ্যে মেক্সিকানদের আনন্দে ভাসান ব্যারেরা। শেষ গোল্ল আসে ৭৬মিনিটে। ডনোভান ১৩ গোল করে গোল্ডকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। পাবলো ব্যারেরার ২গোলের সুবাদে মেক্সিকো যুক্তরাস্ট্রকে ৪-২ গোলে হারিয়ে গোল্ড কাপের শিরোপা জিতলো। আন্দ্রেজ গোয়ার্দাদো ও গিওভানি দস সান্তোসও মেক্সিকোর পক্ষে একটি করে গোল করেন।

মাইকেল ব্রাডলি ও ল্যান্ডন ডনোভান ৮ মিনিট ও২৩ মিনিটে গোল করে যুক্তরাস্ট্রকে ২-০ গোলে এগিয়ে দেন। ২৯মিনিটে প্রথম গোল করার পর অনেকটা রিল্যাক্স মেক্সিকোর দ্বিতীয় গোল পাওয়ার জন্যে অতটা অপেক্ষা করতে হয় নি। মাত্র ১০মিনিট পর দ্বিতীয় গোল পায় তারা। মধ্যাহ্ন বিরতির পর মাত্র ৫মিনিট যেতে না যেতেই ৯৩০০ দর্শকের মধ্যে মেক্সিকানদের আনন্দে ভাসান ব্যারেরা। শেষ গোল্ল আসে ৭৬মিনিটে।

ডনোভান ১৩ গোল করে গোল্ডকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.