আমাদের কথা খুঁজে নিন

   

গোল্ড ফিস

আমি একজন অতিসাধারণ মানুষ, স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন আছে বলেই এখনও বেঁচে আছি

শুরুতেই ক্ষমা চেয়ে নেই গোল্ড ফিসদের কাছে, আমি ঈর্ষান্বিত এই জন্য.. আমরা মানুষ, নিজেদের বুদ্ধিমত্তায় নিজেরা খুশি। আমাদের স্মৃতি কতটা শক্তিশালী? কথায় কথায় বলি- 'মনে রাখবো' কিন্তু কতদিনের জন্য?কত বছরের জন্য?? মনে রাখলে তো একই ভুলের পূণরাবৃত্তি হতে পারেনা...অথচ ভুলের গোলকধাঁধায় ঘুরে মরি আমি, আমরা.. উদাহরণ দেবো? একটু ঘুড়িয়ে বলি, আগামি জাতীয় নির্বাচনে আমরা সব কিছু মনে রেখে ভোট দিতে পারবো কি? রাজনীতি থেকে অর্থনীতি-আমার দেশের সোনালি আঁশ যারা ধ্বংশ করলো তাদের মনে আছে কি? বুয়েট ছাত্রী সনি'র কথা মনে আছে? তার হত্যাকারীদের কথা? বলতেই পারেন, কত শত সিমি, সনি, রিমি....কত জনের কথা মনে রাখবো? ঠিক,খুবই দামী কথা। আর এভাবেই একে একে সব কিছু চলে যায় বিস্মৃতির অতলে..তারপর সব শেষ.. আজ আমার বন্ধু, নিতি বলছিলো--বদলে যাওয়ার অপর নাম স্মৃতি। পরিবর্তন হয়, আর তার সাথে মানিয়ে নেয়াই জীবন। ওকে এ প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম- ইচ্ছে করে ভুলে যাওয়ার অপর নাম কি?আমরাতো প্রতিনিয়ত সে অনুশীলনই করছি। আমি বলেছি প্রাগৈতিহাসিক কাল থেকে মানিয়ে নিতে নিতে আমরা নিজেদের অজান্তে তেলাপোকা হয়ে গেছি..ভাবতে হবে এভাবেই বেঁচে থাকবো নাকি ডাইনোসর হয়ে হারিয়ে যাব??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.