হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
ন্যাশনাল এক্সর্পোট ট্রফি বিতরন করা হলো গত ৩১ মার্চ ২০০৮ইং তারিখে। আমরা আমাদের ক্যাটাগরীতে দুই অর্থ বছরে সবোর্চ্চ রপ্তানীর জন্য দুই টা স্বর্ন পদক লাভ করি। পুরা অফিসে আনন্দের বন্যা।
পরের দিন অফিসে বিরাট খানাদানার আয়োজন করা হলো। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুলের শুভেচ্ছা আসছে। জাতীয় পত্রিকাগুলোতে ছবিসহ খবরও এসেছে। এখনো ফুলের পর ফুল আসছে, আর পুরানো দামী ফুল গুলো মলিন হয়ে যাচ্ছে।
গত বৃহষ্পতিবার কিছু ফুলের সদ্বব্যবহার করলাম আমাদের এক কলিগের বিয়েতে।
ফুলের তোড়ায় লাগানো প্রতিষ্ঠানের ট্যাগ উঠিয়ে চামে আমাদের নামের লেবেল বসিয়ে দিলাম মুল উপহারের পাশাপশি বাড়তি এই উপহারটা দিয়ে বেশী মজা পাইছি এই ভেবে যে, ফুলের একটা গতি করা গেলো।
ফুল পেতে পেতে আর ভালো লাগছে না, তাছাড়া আর কারো বিয়ে-সাদীও নাই যে আগের মত সদ্বব্যবহার করব। আমাদের এডভাইজার স্যার বলেছেন, ফুল দিয়ে কোন লাভ আছে ? কেক দিতো খাইতে পারতাম !
ট্রফি স্মৃতি : ৩১ মার্চ ২০০৮ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।