আমাদের কথা খুঁজে নিন

   

কল্কি অবতার কে ? মহানবী (সাঃ) ? - ৪ (ভারতীয় মন্দিরে কল্কি অবতারের ছবি)

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon. ভারতীয় মন্দিরে কল্কি অবতারের ছবি ১. স্বামী জগদীশ্চরানন্দ মহাশয় তাঁহার কল্কী নামক গ্রন্হে উল্লেখ করিয়াছেন যে, ভারতের বিভিন্ন মন্দিরে দশ অবতারের মূর্তি চিত্রিত বা ক্ষুদিত আছে । তন্মধ্যে অন্ধপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী আন্নাভরম পাহাড় চূড়ায় বহু প্রাচীন এক বিষ্ঞু মন্দির অবস্হিত আছে । উহার দেওয়ালে দশ অবতারের মূর্তিসমূহ সুষ্পষ্ট ভাবে ক্ষুদিত আছে । সেখানে কল্কীকে বীর বেশে একটি সাদা ঘোড়ার উপর আরোহিত অবস্হায় দেখান হইয়াছে । এখানে একটি বিষয় সবিশেষ প্রনিধানযোগ্য যে, সাদা ঘোড়া পৃথিবীতে খুবই দুষ্প্রাপ্য ।

ভারতের কোথাও উহা পাওয়া যায় না । ইহা দ্বারা সুষ্পষ্ট নির্দেশিত হয় যে, কল্কী অবতার ভারতবাসী হইবেন না । একমাত্র আরব দেশের শ্বেত অশ্বই পৃথিবী বিখ্যাত । ইন্তিকালের সময় হযরত মোহাম্মদ (সাঃ) এর সম্বলের মধ্যে ছিল একটি শ্বেত অশ্ব, কিছু যুদ্ধাশ্র এবং একখন্ড জমি । এই জামিটুকুও ইন্তিকালের পূর্বে দান করিয়া দেওয়া হইয়াছিল ।

২. যর্জুবেদের রুদ্র এবং কল্কিপূরাণে কল্কি অবতার সম্পর্কেই ভবিষ্যদ্বাণী করা হইয়াছে যে তিনি অশ্বপতি হইবেন এবং যুদ্ধ দ্বারা ধর্ম শত্রু ও কলির বিনাশ সাধন করিয়া ধর্ম প্রতিষ্ঠা করিবেন । পৃথিবীর ইতিহাসে হযরত মোহাম্মদ (সাঃ) ছাড়া অন্য কাউকে সেইরূপ দেখা যায় না । [মহানবী (সাঃ) এর ব্যবহৃত তলোয়ার- যা বর্তমানে তুরস্কে সংরক্ষিত আছে] যাহার কারণে খৃষ্টানগণ বিদ্বেষবশতঃ তাহার সম্পর্কে বলিয়া থাকেঃ The Koran with one hand and the Sword with the other (History of the Arabs, ch xi) " একহাতে কোরআন , অন্য হাতে তরবারী । " কিন্তু তিনি ব্রক্ষ কর্তৃক প্রেরিত হইয়া ব্রক্ষ-ধর্ম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আর্বিভূত হইয়াছেন । সুতরাং তাহার শত্রুগণ, বিদ্বেষীগণ যাই বলুক না কেন, তিনি তারা দায়িত্ব অবশ্যই সমাধা করিবেন এবং তিনি তাহাই করিয়া গিয়াছেন ।

--চলবে------- নিচে যর্জুবেদের রুদ্র নিয়ে লেখা আমার দুটি পোষ্ট এর লিংক দেয়া হল, আগ্রহীরা পড়ে দেখতে পারেন । ধন্যবাদ । যর্জুবেদে মোহাম্মদ (সাঃ)- মুন্ডিত কেশ রুদ্র নেড়ে -১ যর্জুবেদে মোহাম্মদ (সাঃ)- মুন্ডিত কেশ রুদ্র নেড়ে -২ সূত্রঃ ১. সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ২য় খন্ড, ৩৩০ পৃঃ, মুহাম্মদ (সাঃ) অধ্যায় । ২. বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায়, ইসলামী সাহিত্য প্রকাশনালয়, ৪৫, বাংলাবাজার, ঢাকা-১১০০.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।