আমাদের কথা খুঁজে নিন

   

কল্কি অবতার কে ? মহানবী (সাঃ) ? - ১

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.

...হিন্দু ধর্মে দশ অবতারের কথা বলা হয়েছে । এ দশ আবতারের সর্বশেষ অবতার হচ্ছে 'কল্কি অবতার' । তেমনিভাবে ইসলামী বর্ণনায় হযরত আদম (আঃ) থেকে শুরু করে হযরত মোহাম্মদ (সাঃ) পর্যন্ত সকল নবী-রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী-রাসূল হলেন ইসলামের নবী হযরত মোহাম্মদ (সাঃ) । কল্কি অবতারের পর আর কোন অবতার হবে কি-না এর কোন ইঙ্গিত হিন্দু মিথলজীতে আছে বলে আমাদের জানা নাই । তেমনিভাবে ইসলামী শাস্ত্রগ্রন্হে বহুল প্রমাণিত যে, হযরত মোহাম্মদ (সাঃ) একমাত্র 'খাতামুন নাবীঈন' বা শেষ নবী ।

তার পরে আর কোন নবী-রাসূল পৃথিবীতে আগমণ করবেন না । অর্থাৎ আল্লাহ পাক হযরত মোহাম্মদ (সাঃ) এর পর থেকে কিয়ামত পর্যন্ত রিসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন । পবিত্র কোরআন মজীদ সুষ্পষ্ট ঘোষণা করেছেঃ " বরং তিনি [মোহাম্মদ (সাঃ)] আল্লাহর রাসূল এবং শেষ নবী" [৩৩/৪০] ফলে 'কল্কি' অবতারই যে, আখেরী নবী হযরত মোহাম্মদ (সাঃ) তা নির্দ্বিধায় বলা যায় । কেননা, পন্ডিতগণ প্রমাণ করেছেনঃ 'কল্ক' অর্থ 'পাপ' আর 'কল্কি' অর্থ পাপ বিনাশকারী । কলিযুগের শেষে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হবে তখন কল্কি বা পাপ বিনাশকারী অবতার আগমণ করবেন ।

কলিযুগে কল্কির অবতার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন প্রাবন্ধিক প্রিন্সিপাল মাজেদুর রহমান । তিনি তার 'নবী-রাসূল-অবতার-সন্দেষ্টা-প্রফেট-তীর্থকর' প্রবন্ধে আলোচনা, যুক্তি, পুরাণ এবং বৈদিক শ্লোকাদির উদ্ধৃতিসহকারে প্রমাণ করেছেন যে, কল্কি অবতার-ই শেষনবী হযরত মোহাম্মদ (সাঃ) । বিভিন্ন শাস্ত্রগ্রন্হে কল্কি অবতারের যে গুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তাতে কোথাও রূপকার্থে এবং কোথাও সরাসরিভাবে চিহ্নিত করা যায় বিধায় 'কল্কি' অবতারই যে হযরত মোহাম্মদ (সাঃ) এ কথা নিম্নোক্তভাবে প্রমাণিত । যথাঃ ১. "শম্ভলে বিষ্ঞুযশামে গৃহে প্রার্দুভাবাম্যহম সুমাতাং বিষ্ঞু যশম্য গর্ভ মাধব বৈষ্ঞবম " । (কল্কি পুরাণ; ২/১৯ অংশ শ্লোক) অর্থাৎ - শম্ভল শহরের প্রধান পুরোহিত গৃহে তিনি জন্মগ্রহণ করবেন ।

তার পিতার নাম হবে বিষ্ঞুযশম এবং মাতার নাম হবে সুমতী (সোমবর্তী) । ২. "দ্বাদশ্যাং শুল্লপক্ষস্য মাধবে মনি মাধবম " । ( কল্কি পুরাণ; ২/২৫) অর্থাৎ- তিনি শুল্কপক্ষের দ্বাদশ তিথিঃ মাধব মাসে (বৈশাখ মাসে) জন্মগ্রহণ করবেন । ৩. অশ্বমাশুগমারূহ্য দেবদত্তঃ জগৎপতিঃ । আমিনা সাধু দমন অইষ্টশ্বর্য গুণান্বিত" (শ্রীমদ্ভাবগত; ১২/২-১৯ শ্লোক) অর্থাৎ- "অষ্ট ঐশ্বর্য ও গুণে গুণান্বিত জগৎপতি দেবতা কর্তৃক প্রদ্ত্ত বেগবান অশ্ব পৃষ্ঠে আরোহণ করবেন ।

তিনি অসি বা তরবারী দ্বারা দুষ্কৃতদের দমন করবেন " ৪. "বিচারন্নাশূণ্য ক্ষৌণাৎ হষেণা প্রতিমদ্যুতি নুপলিঙ্গচ্ছেদ্য দস্যূ ন কোটি শোনিহ নিয্য " । (শ্রীমদ্ভাবগত; ১২/২-২০ শ্লোক) অর্থাৎ- তিনি দ্রুত গমনশীল অশ্বে বিচরণকারী অপ্রতিম কান্তিময়ঃ তার গুপ্তাঙ্গের অগ্রভাগ ছেদিত । রাজা বেশে অসংখ্য গুপ্ত দূস্যকে সংহার করবেন । ৫. "সাত যয়ং তুবং দেবা সাঃ শাবত রণে রাতাঃ " ( কল্কি পুরাণ; ২/৭) অর্থাৎ- যুদ্ধক্ষেত্রে দেবতারা তাকে সাহায্য করবেন । ৬. নরাশংস মিহপ্রিয় মশ্মিনা উপবায় মধুজিহবৎ হবিষ্কতম " ।

(ঋগ্বেদ;১০ মন্ডল;১৩ যু্ক্ত; ৩ সং) অর্থাৎ- "নরাশংসের বাক্যালাপ সুমিষ্টযুক্ত " । --উপরোক্ত উদ্ধৃতিগুলোর প্রতি সূক্ষ আলোচনার প্রেক্ষিতে আলোকপাত করলে সহজেই বোধগম্য হয় যে মূলত কল্কিপুরাণ, শ্রীমদ্ভাগবতসহ অন্যান্য ধর্মগ্রন্হে কল্কি অবতার তথা হযরত মোহাম্মদ (সাঃ) -এর আগমণের পূর্বাভাস দেয়া হয়েছে । এসব ভাববাণীসমূহে তার - (ক) জন্মস্হান, বংশ, গোত্র, (খ) পিতা-মাতা, (গ) জন্ম তিথি, (ঘ) বাহনযোগ্য পরিভ্রমণ অথবা বিচরণ (ঙ) গুপ্তাঙ্গের ত্বকচ্ছেদ, (চ) সুমিষ্ট বাক্যালাপ, (ছ) যুদ্ধক্ষেত্রের স্বর্গদূত বা ফেরেশ্তা কর্তৃক সাহায্য প্রাপ্তি, (জ) তার মনোহর রূপ এবং রাজ বেশ ধারণ, (ঝ) এমনকি তার বহু বিবাহ, চার সহচর প্রভৃতি বিষয়ে নিখূঁত বর্ণনা এবং ভবিষ্যদ্বাণী করা হয়েছে । সুতরাং এ আলোচনাই ক্রমানুসারে করা হল । ১. কল্কি পুরাণের ২-১৯ শ্লোকে বলা হয়েছে কল্কি শম্ভল শহরস্ত প্রধান পুরোহিত গৃহে জন্মগ্রহণ করবেন ।

তার পিতার নাম 'বিষ্ঞুযশস' এবং মাতার নাম 'সুমতি' । পৌরণিক বা হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে সাতটি দ্বীপে বিভক্ত করা হয়েছে । এর মধ্যে একটি দ্বীপ হল 'শম্ভল দ্বীপ' । শম্ভল দ্বীপ অংশে পড়ে আরব এবং এশিয়া মাইনর । তাহলে দেখা যাচ্ছে কল্কি অবতার হবেন আরব দেশে ।

ইসলামের নবী হযরত মোহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেছেন আরব দেশে । উক্ত শ্লোকে আরও বলা হয়েছে , কল্কির পিতার নাম 'বিষ্ঞুযশস' যার অর্থ পন্ডিতগণ করেছেন- 'ঈশ্বরের ধাম' যা আরবী পরিভাষায় হবে 'আবদুল্লাহ' আর মাতার নাম 'সুমতি' , যার অর্থ 'তৃপ্ত অন্তর' যা আরবী পরিভাষায় 'আমিনা' । মহানবী (সাঃ) দাদা আব্দুল মুত্তালিব কাবা'র প্রধান পুরোহতি বা সেবক ছিলেন । তাহলে প্রমাণিত হয় শম্ভল অর্থাৎ আরবের নবী নিঃসন্দেহে কল্কি অবতার । ২. কল্কি পুরাণের ২/২৫ শ্লোকে কল্কি অবতারের জন্মমাস 'মাধব বা বৈশাখ মাস' ।

জন্ম তিথি শুল্ক পক্ষে দ্বাদশ তারিখে বলে উল্লেখ করা হয়েছে । প্রিন্সিপাল মাজেদুর রহমান উল্লেখ করেছেন, 'বিক্রমী ক্যালেন্ডার' মতে বৈশাখ কে বসন্তের মাস বলা হয় । বসন্তের আরবী রূপান্তর রবি । তাহলে দেখা যাচ্ছে , কল্কির জন্ম বৈশাখ মাসের শুল্কপক্ষের ১২ তারিখ হিসেবে চন্দ্রমাসের রবিউল আওয়ালের ১২ তারিখ । এ ক্ষেত্রেও প্রমাণিত হয়, কল্কি অবতার-ই মোহাম্মদ (সাঃ) ।

.....(চলবে ) সূত্রঃ ---বেদ - পুরাণে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সাঃ) - ধর্মাচার্য অধ্যাপক ড. বেদপ্রকাশ উপাধ্যায়, ইসলামী সাহিত্য প্রকাশনালয়, ৪৫, বাংলাবাজার, ঢাকা-১১০০.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।