আমাদের কথা খুঁজে নিন

   

কল্কি যুগের কালিদাসের স্বরুপ

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

কল্কি যুগের কালিদাসের স্বরুপ কল্কি যুগের কালিদাসে শর খেয়ে সূর বীণায় তোলে মন্দ স্বরের ছন্দ দিয়ে ভাব সাজানোর পসরা খোলে ভাব যদি আর নাইবা থাকে ভাবছি কেন দিবস রাতি ভাবের সাথে ভাব করিতে ভাবকে করি জীবন সাথি ফাগুন শেষের আগুন এসে দ্বিগুন তেজে পোড়ায় হৃদয় খেরোখাতার ছেঁড়া পাতায় পদ্য লেখার অদ্য সময় সখ করে কি কাব্য লেখা, কাব্য মনের রক্ত ক্ষরন হৃদয় নদী নাব্য হলো রক্তে, যারে করতে বরন মনের ঝিলে উন্মীলিলে দূর অতীতের কোন ছবি ছন্নছাড়া হৃদয় হারা, বাক্য সাজায় সাজ্‌তে কবি মেঘদুতম্‌ আর শকুন্তলম লিখতে কভু চায়না কলম যার বিরহে কামাল কবি, তার স্মরনে কাটবে জনম প্রাণ সজনী দিন রজনি তরবারিতে ধার না দিলে নব্য যুগের সভ্য কবির কাব্য রচা যায় সলিলে স্মরন পাড়ের আরশী পরে উঠলে ভেসে কুসুম আণন কাম ঘোরে এ কামাল করে, কামের শরে কাব্য চয়ন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।