আমাদের কথা খুঁজে নিন

   

হ্রদে প্রস্রাব .... অতঃপর

গত ২২ জুন,২০১১ এর প্রথম আলোর আন্তর্জাতিক সংবাদ পাতার (পৃষ্ঠা নম্বর ১০) খবর ' মূত্র ত্যাগের জন্য... '। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডে অবস্থিত একটি খাবার পানির হ্রদকে ভুলবশতঃ পয়োনিস্কাশন শোধনাগার মনে করে ২১ বছর এক যুবক সেখানে প্রস্রাব করেন। শহরবাসীদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায কর্তৃপক্ষ উক্ত হ্রদের সমুদয় ৮০ লাখ গ্যালন পানি নিস্কাশন করেন। এতে ৩৬ হাজার ডলার খরচ হয়েছে। হাযরে আমাদের কপাল! দেড় কোটি ঢাকাবাসীর জীবনের জীবন অর্থাৎ বুড়িগঙ্গার পানি শুধু মূত্র নয়, মূত্রের চেয়েও অনেক অভিজাত শ্রেনীর কোটি কোটি কোটি গ্যালন বর্জে ছয়লাব। সরকারের হাক-ডাক, সর্বোচ্চ আদালতের নির্দেশ, পরিবেশবিদদের আর্ত চীৎকার সবই অসীম শূন্যে মিলিয়ে যাচ্ছে। আর দের কোটি অসহায় মানুশ মুক্তির দিন গুনছে। বাংলাদেশ আর আমেরিকা ... এই পাড়ে আমি আর ওই পাড়ে তুমি -- মাঝখানে আটলান্টিক ওই বয়ে চলে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।