আমাদের কথা খুঁজে নিন

   

ভেসে উঠলো কাপ্তাই হ্রদে নিখোঁজ দম্পতির মরদেহ

প্রায় আড়াই দিন পর রাঙামাটির পর্যটন এলাকায় কাপ্তাই হ্রদে তলিয়ে যাওয়া নিখোঁজ দম্পতির মরদেহ ভেসে উঠেছে। আজ শনিবার ভোরে স্থানীয়রা কাপ্তাই লেকে ডিসি বাংলো ঘাটে দেখতে পায় এই দম্পতির মরদেহ।

গত বুধবার বিকেল ৪টার দিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের বোট নিয়ে কাপ্তাই হ্রদে ভ্রমনে বের হন এই দম্পতি। হঠাৎ ঝড়ো হাওয়ায় ভ্রমন বোট উল্টে গিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে যান আমেরিকা প্রবাসী মো. আলাউদ্দিন পাঠোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা। এরপর থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়েও কোন হদিশ পায়নি এ দম্পতির।

অবশেষে আজ ভোরে হ্রদের স্বচ্ছ জলে ভেসে ওঠে লাশ দু'টি।

এ ব্যাপারে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আখলাকুর রহমান জানান, আজ ভোরে স্থানীয় জেলেরা রাঙামাটি ডিসি বাংলো ঘাটের কাপ্তাই হ্রদে দেখতে পায় দু'জন মানুষ এক অপরকে জরিয়ে ধরে ভেসে আছে। খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন রাঙামাটি পর্যটনের আদার পাহাড় এলাকায় হ্রদে নিখোঁজ দম্পতি একে অপরকে জড়িয়ে ধরে ভেসে রয়েছে।

আগামী ৪ এপ্রিল তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।

অন্যদিকে দম্পতির মরদেহ কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে জানতে পেরে স্থানীয় হাজার হাজার লোক ভীড় করতে শুরু করেছে ডিসি বাংলো এলাকায়। ঘটনাস্থলে গেছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।