আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যেকটি সাগর এখন তাদের হ্রদে পরিণত হচ্ছে

শিকার সন্ধানে শিকারি কুকুর সাথে নিয়ে ঘোরাঘুরি করে মাথায় শ্বেতকপোতের পালঙ্ক দিয়ে তৈরী শিরস্ত্রাণ মনে হয় কোন সিনেমার কাট অভিনয় ও দৃশ্যগ্রহণ চলছে। ভাঙ্গা দাঁতের ওপর কৃত্রিম আবরণ দেখে বুঝি সর্বনাশের চূড়ান্ত অবস্থা নিয়ে সংঘ তৈরি হচ্ছে-- গোঁয়ার ও একরোখার হাতে, আর অন্য সবাই শৃংখলার নামে শৃংখলিত হচ্ছে অধোমুখে-অধঃশিরে হিমযুগে নিমজ্জিত হচ্ছে মতদ্বৈধতা থাকছে না, ভিন্নমত থাকছে না, নিজেরা গণতন্ত্র ভোগ করলেও--অন্যের গণতন্ত্র ধ্বংস করা সভা বসছে একই ঘরে--এক পানীয়তে চুমুক। প্রত্যেকটি সাগর এখন তাদের হ্রদে পরিণত হচ্ছে সেখানে তাদের নৌবহর চলে, সকল দেশের এয়ারর্পোট এখন তাদের ডোমেষ্টিক এয়ারর্পোটে পরিণত হচ্ছে সেখানে তাদের বিমান ওঠানামা করে। তাদের হাত মোছার জন্য যে তোয়ালে সেই তোয়ালে তৈরির মোটা কাপড় হিসেবে আমরা ব্যবহৃত হচ্ছি, চুলছাটার যন্ত্রে চুল ছাটার বদলে আমাদের স্বাধীনতা-ক্ষমতা-ন্যায় পরায়ণতা ছাটা হচ্ছে। বিকার ও বশ্যতার চাপে বিচারের নৈতিকতা দিন দিন সঙ্কুচিত হচ্ছে কেউ আর প্রতিদ্বন্দ্বী থাকছে না আমরা লোমহীন কুকুরে পরিণত হচ্ছি আমরা কেশহীন ঘোড়ায় পরিণত হচ্ছি হাঁটা-দৌড়াবার নিজস্ব ভঙ্গি আর থাকছে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.