আমাদের কথা খুঁজে নিন

   

যারা বিয়ে নিয়ে ভাবছেন তাদের জন্য বোধ হয় শুখবর!!!

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। বিয়ের মাধ্যমে কোলন বা মলাশয়ের ক্যান্সারের হাত থেকে নিরাময় পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অব মেডিসিন এবং ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে এক গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীরা জানান, কোলন ক্যান্সারে আক্রান্ত এক লাখ ২৮ হাজার ব্যক্তির ওপর গবেষণা করে দেখা গেছে, অবিবাহিত অবস্থায় এ রোগে আক্রান্তরা বিয়ে করার ফলে ক্যান্সারে তাঁদের মৃত্যুঝুঁকি ১৪ শতাংশ কমেছে। নারী-পুরুষ যে কেউই এ রোগে আক্রান্ত হতে পারেন এবং বিয়ের ফলে রোগ উপশমে দুজনই সমান সুবিধা পান।

বিবাহিত রোগীদের ডায়াগনসিস করে দেখা গেছে, তাঁদের অবস্থা তুলনামূলক ভালো। তবে বিয়ে কিভাবে একজন রোগীর ক্যান্সার উপশমে সহায়তা করে বিজ্ঞানীরা এখনো তা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁরা অনুমান করছেন, বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতা ও একজন অন্যজনের প্রায় সব বিষয়ে মনোযোগী হওয়ায় ক্যান্সার উপশমে সহায়তা করেন। ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির অধ্যাপক সভেন উইলসন বলেন, প্রাথমিক অবস্থায় ক্যান্সার নিয়ন্ত্রণ করার জন্য বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী-স্ত্রীর মধ্যে একজন যদি এ রোগে আক্রান্ত হন, তা হলে অন্যজন সর্বাত্মক সহায়তা ও দ্রুত সেবা দিতে পারবেন, যা কোনো চিকিৎসালয়ের নার্স বা তত্ত্বাবধায়কের চেয়ে বেশি আন্তরিকভাবে।

গবেষণায় আরো দেখা গেছে, স্বাস্থ্যবান মানুষরাই বিবাহবন্ধনে বেশি আবদ্ধ থাকে। এ গবেষণার ফল অনলাইন সার্ভিস দ্য জার্নাল ক্যান্সার এপিডেমিওলজিতে প্রকাশ করা হয়। সুত্রঃ-বিয়েতে ক্যান্সার উপশম! আরো একটি খবর শেয়ার করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.