আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের টেলিকম সেক্টরের সবচেয়ে বিচিত্র বস্তুটি এখন আমার কাছে !

বাংলালিংক যখন বাজারে প্রথম এল- তখনই একটা সিম কিনেছিলাম-০১৯-১১১ সিরিজের.... সব মিলিয়ে এক্কেবারে খারাপ না- বাংলালিংক ! অন্তত হারামীফোনের চেয়ে ভালো! সেলফোনে হুটহাট ব্যালেন্স শেষ হয়ে যায় বলে-(আমার আবার কথা বেশি বলার বাতিক আছে ) কার্ড কিনে রেখে দেই মানিব্যাগে... সপ্তাহখানেক আগে এক অভিশপ্ত রাতে ২০০ টাকা নগদ গুনিয়া চারটি বাংলালিংকের ৫০ টাকার কিনেছিলাম... সেদিন হঠাৎ ফোন দিতে গিয়ে ‘আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ....’ শুনতে পেয়ে একটা কার্ড বের করে পাতলা আবরণে ঘষে নিলাম । *১২৩*১৪ ডিজিটের গোপন নম্বর সেলফোনের স্ক্রীনে তুলে # চাপতেই..... ধুর..কী হইলো?? আরেকটা বের করলাম....কিন্তু একী... বিষয়টা কী?? এবার আরেকটা....কিন্তু একই অবস্থা.... কোনটাই রিচার্জ হচ্ছে না.... চার নাম্বারটকে কোরবানী করার আগে....একটু থমকে গেলাম... ১২১ ফোন দিয়ে জিগাইলাম- স্যার গো, এমন হইতাছে ক্যা?? আমি গরীব মানুষ ! হেরা কয়- স্যার, আপনার কার্ডের সিরিয়াল নাম্বার বলুন। কার্ডগুলোর সিরিয়াল নাম্বার কইলাম.... একটু চুপ কইরা থাইকা কয়-স্যার, এই কার্ডগুলো তো ইউজ হইয়া গেছে!!!!!!!!! আমি লক্ষীর নাম জপতে জপতে কইলাম- ভাই, একটা কার্ড এখনো ইনটেক অবস্থায় আমার কাছে আছে। কসম-আমি ওইটারে এখনো কিছু করি নাই। ওইটা আপনাদের পাতলা আবরণে এখনো আবৃত। কাস্টোমার কেয়ার কয়- স্যার, আমিও কিছু বুঝতে পারছি না। এইটা ক্যামতে সম্ভব?? আমি গভীর দার্শনিক ভঙ্গিতে কইলাম- জনাব, এই বাংলায় কোনো কিছুই অসম্ভব নহে ! ভূয়া সার্টিফিকেট আর ভরপুর জাল নোটের দেশে এগুলোতো কয়েকটা কাগজের টুকরো মাত্র।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.