আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রধর্ম ও ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র

রাষ্ট্রধর্ম ও ধর্মনিরেপেক্ষতা এই দুটি শব্দের কোন ধরনের অর্থ আমি খুঁজে পাইনা। এ জগতে প্রতিটি জীব ও জড় বস্তুর নিজস্ব ধর্ম আছে, তারা তাদের নিজস্ব ধর্মআনুযায়ী যুগ যুগ ধরে চলে আসছে, শুধুমাত্র মানুষ জাতিই তাদের নিজস্ব ধর্মআনুযায়ী চলে না। জীব-জন্তু দিয়েই শুরু করা যাক, গরু সর্বদা তার নিজস্ব ধর্মআনুযায়ী পরিচালিত হয়, গরুকে দিয়ে আপনি ঘোড়া কাজ করাতে পারবেন না, ঘোড়ার মতো দৌড় দেয়াতে পারবেন না বা বাঘের মতো হিংস্র মাংসাসি করতে পারবেন না। গরু গরুর মতো, ঘোড়া ঘোড়ার মতো, বাঘ বাঘের মতো করেই চলবে। আগুনের ধর্ম সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া এবং ক্রমাগত উপরের দিকে ধাবিত হওয়া, আর জল (পানি) এর ধর্ম সবকিছু নিভিয়ে দেওয়া বা ভিজিয়ে দেওয়া এবং ক্রমাগত নীচের দিকে পতিত হওয়া।

প্রথমত: রাষ্ট্রধর্ম রাষ্ট্রের ধর্ম কি? বা কি হওয়া উচিত? রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা, রাষ্ট্রের জনগনের স্বার্থ রক্ষা ইত্যাদি ইত্যাদি..। এগুলো রক্ষা করতে যদি কোন রাষ্ট্র ব্যার্থ হয় তাহলে সেই রাষ্ট্র একটি ব্যার্থ রাষ্ট্র। তাহলে সেই রাষ্ট্রের কোন ধর্ম ই থাকে না। গতকাল পত্রিকায় জানতে পারলাম, বাংলাদেশ একটি চরম ব্যার্থ রাষ্ট্রের তালিকায় ২৫ তম স্থান। তো আমার প্রশ্ন একটি চরম ব্যার্থ রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রধর্মের একটা তাত্পর্যপূর্ন ব্যখ্যা "রাষ্ট্রের ধর্ম = রাষ্ট্রধর্ম; কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি---যদি কারক ও বিভক্তি ভুলে না গিয়ে থাকি।

সেটা অবশ্য বিবেচ্য নয়। যেটা প্রশ্ন তা হোল, যদি রাষ্ট্রধর্ম হয় জনগণের জানমাল রক্ষা, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, বৈদেশিক শত্রুর হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রদান ও এর সুরক্ষা করা, তাহলে রাষ্ট্রধর্ম আবার ইসলাম কবে থেকে হোল এবং এর প্রয়োজনীয়তাই বা কি? উদাহরণ সহ কেউ কি ব্যাখ্যা করবেন?" - Naznin Seamon দ্বিতীয়ত: ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র ধর্ম তো ধর্ম, কিছু নিয়ম-কানুন, বিধি-নিষেধ এই তো.. রাষ্ট্রধর্ম হলো জনগণের জানমাল রক্ষা, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, বৈদেশিক শত্রুর হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রদান ও এর সুরক্ষা করা..। রাষ্ট্রের যদি ধর্মই না থাকে তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? তৃতীয়ত: মানুষের ধর্ম মানুষের ধর্ম মানবতাবোধ। যে মানুষের মানবতাবোধ ই নেই সে আবার মানুষ না-কি? হিন্দু, ইসলাম, খ্রীষ্টান এগুলো কোন মানবগোস্ঠী বা সম্প্রদায়ের ধর্ম, যা সেই নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে নিজস্ব নিয়ম-কানুন, বিধি-নিষেধের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। মানুষ যদি একটা জাতি হয়, আমরা যদি নিজেদেরকে মানব জাতি মনে করি তাহলে মানুষের ধর্ম একটাই তা হলো - মানবতাবোধ।

চতুর্থত: আমি মানুষ আমি মুসলমান। ১৯৮৮ থেকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এই ২৩ বছরে রাষ্ট্রধর্ম ইসলাম থেকে আমি কি কি সুযোগ - সুবিধা পেয়েছি? আমি কতটুকু উচুঁতে উঠতে পেড়েছি? আমি হিন্দু। রাষ্ট্রধর্ম ইসলাম আমাকে কতটুকু নিচে নামিয়েছে? আমি উপরে উচুঁতে উঠতে চাইলে আমাকে নামানো সাধ্য কার? আজকে ধর্মনিরেপেক্ষ রাষ্ট্র হয়ে গেলেই কি এদেশের অমুসলিমরা সুখে শান্তিতে বসবাস শুরু করে দিবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.