বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তা মানতে নারাজ খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তার মতে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এদেশে কেন রাষ্ট্রধর্ম ইসলাম হবে। বেসরকারি টেলিভিশন গাজী টিভির এক টকশোতে তিনি একথা বলেন।
অঞ্জন রায়ের উপস্থাপনায় টকশোতে আরো উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান।
সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের সময় সবাই মিলে যুদ্ধ করেছি। কেউ ছিল মাঝি, কেউ ছিল শ্রমিক। আবার কেউবা ছিল ছাত্র। সবাই মিলে যেখানে দেশ শাসন করেছি সেখানে রাষ্ট্রধর্ম কেন হবে ইসলাম? তবে এটাও বলতে চাই, এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। আমার দলীয় কোন চিন্তাভাবনা এ মতের সঙ্গে প্রতিফলন হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।