১. হাজার চেষ্টা করলেও জিহ্বা দিয়ে আপনি আপনার সব দাঁত স্পশ করতে পারবেন না। ২. এই ধ্রব সত্যটা পরীক্ষা করতে আপনি এর মধ্যেই একবার জিহ্বা দিয়ে দাঁত স্পশ করার চেষ্টা করেছেন। কী সত্যি না? ৩. এবং আপনি আবিস্কার করে ফেলেছেন যে জিহ্বা দিয়ে আসলে সব দাঁত স্পশ করা যায়। ৪. আপনি এখন হাসছেন,হা…..হা….কারণ আপনি বুঝে ফেলেছেন যে আপনি একটা বোকামি করেছেন । ৫. বন্ধুকে বোকা বানাতে লেখাটি তাঁকেও পড়তে দিন এবং খেয়াল করুন তিনি জিহ্বা দিয়ে দাঁত স্পশ করার চেষ্টা করেন কি না । লেখটি আসলে মজা করার জন্য কৈউ মাইন্ড খাইবেনা দয়া করে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।