আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি কি শুধু পুরুষের একার সম্পত্তি!!!

আমিই পরথম! কি প্রসংগে বলছি তা আগে বলে নেই, প্রসঙ্গ:কবরী-শামীম ওসমানের সমকালীন যুদ্ধ ও কিণ্চিৎ নারীবাদী। আজকে এন টিভি-তে কবরী ও শামীম ওসমানের,মানে চাচী-ভাতিজা(আমি তো জানি তাই)র যুদ্ধ দেখে সবাই একচোট হেসে নিচ্ছি। একজন বলছে শামীম ওসমান তো খারাপ লোক,কবরী আপাও খুব ভালো মনে হয় না। (কবরী আপা আসলেই কি সেইটা এই লেখার মূল বস্তু নয়)। কথা প্রসঙ্গে আরেকজন বলল-কবরীর নামেও অনেক আজেবাজে কথা শুনছি।

তারও নাকি মুখ ভালো না,আজে-বাজে গালিগালাজ করে। এরকম আরেকজন কথায় কথায় জানাল যে সে পেপারে পড়ছে কবরী নাকি দুর্নীতিবাজ! বক্তাদের মাঝে এক পুরুষ এই কথার জের ধরে জোর গলায় বলল-"মহিলা মানুষ সংসদ সদস্য হইছে,তাও আবার দুর্নীতিবাজ!!!" আমি এসকল "মহিলা মানুষ","মেয়ে মানুষ" শব্দ সহ্য করতে পারিনা,সাথে সাথে গেলাম ক্ষেপে--ক্ষমতায় আছে এমন কোন মানুষ দুর্নীতি করে না?? তার উত্তর--মহিলারা তো সংখ্যায় বেশি সাংসদ নাই,তার মাঝেই এই!!! আমি:-পুরুষরা দুর্নীতি করলে তা মানবেন,তারা জনগণের টাকা খায় তাও হাসিমুখে সহ্য করেন আর একই কাজ মহিলা করলে দোষ কি!!সেও সাংসদ,মহিলাও সাংসদ। তারা একই পদে আছে। আমাদের সমাজে কি শুধু পুরুষের ঘুষ খাওয়া জায়েজ আছে?? আর সে নিজ যোগ্যতায় সাংসদ হইছে। আপনিও তো পুরুষ,কই আপনি এইখানে বইসা মাছি মারেন ক্যান?? একইভাবে একটা নামাজী-দাঁড়িওয়ালা,টুপিপড়া পুরুষ দিনরাত বিড়ি ফুকবে আর আল্লার নাম জপবে তাতেও "ছেলে ভালো"।

সেখানে একটা মেয়ের হাতে সিগারেট মানে...গেল গেল,দেশ রসাতলে গেল। মানুষের চিন্তার ধারা দেখে আমি অবাক হই!!বিস্মিত হই!কিছু না করেই,শুধুমাত্র পুরুষ হবার "যোগ্যতা" অর্জন করেই তাদের এত গর্ব!!! আমি বলছি না যে দুর্নীতি কর!!বলছি না পুরুষরা বিড়ি ফুকে আমরাও সেই অধিকার চাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,সেটা পুরুষ স্বাস্থ্য,মহিলা স্বাস্থ্য চিনে না। কিন্তু একই কাজ এক পুরুষ করলে যতটা না সমালোচনা,একটা নারী করলে ঐ কাজেরই পাপ আর দোষের মাত্রা বেড়ে যায়! নারী হওয়া পাপের,শিক্ষিত নারী হওয়া যেন আরও বড় পাপ। আর নিজের অর্ধাংগের চেয়ে শিক্ষিত হওয়া তো আমাদের সমাজের নারীদের সবচেয়ে নিকৃষ্ট পাপ।

একজন মানুষের যোগ্যতা বিচারের জন্য অনেক ক্ষেত্র পুরুষ হলেই যথেষ্ট!! রুমানাদের "স্বামী"রা ঘরজামাই হয়ে,বেকার হয়ে বসে থাকলেও তারা পূজনী্য় "স্বামী"র স্থান ছাড়তে নারাজ। কোনোভাবে যদি "স্বামী"র আরষ নড়বড়ে হয়,ভেঙে যাবার ভয় থাকে তবে রুমানাদের "মৃদু প্রহার"এর সাথে আমাদের সমাজে তাদের চোখ উপড়ে ফেলাও বাহবার কাজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.