আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি

ধন্যবাদ

দুর্নীতি নিরসনে কত কর্মসূচী কত আয়োজন সবকিছুই যেন বিফল। সিম্পোজিয়াম, সেমিনারে আলোচনায় পরণত বিজ্ঞজনের গবেষণালয় । তবু হয়নি নিস্তার ,দুর্নীতির রাহুগ্রাস নির্বিকার কত কমিশন , বুরো ট্রারেপারেন্সি দুর্নীতিকরা পেয়ে যায় অবৈধ কারেন্সি। দুর্নীতি-বিতাড়ক , কতটুকু পেরেছে তাড়াতে ইচ্ছে করে জানতে। কার্টুন , লিফলেট কর্মহীন কর্মের শেষ অর্থের নামে অর্থহীন কর্ম অবশেষ।

কত কন্সার্ট হল , উদ্দেশ্য সচেতনে তবু দুর্নীতি আছে আমাদের মনে। দুর্নীতি দমনে আসলে কি ম্যাকানিজম পাগল , আসলে সবই পেটইজম। কত এল পলিসি ডায়ালগ এদের মালিকেরা আয়োজকেরা হল দিশেহারা, থামলা না দুর্নীতির প্রবাহধারা। এইতো সেদিন সড়ক ও জনপথ বিভাগ গ্রেফতার কতক ,আমরতো অবাক দুর্নীতি এখনো নির্ভীক। সকল পথ মত নিপে করে ডাস্টবিনে খুজে ফিরি , কোনটা সঠিক পথ দুনীতি দমনে ? একা আনমনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.