আমাদের কথা খুঁজে নিন

   

আগামী কাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে‘‘প্রতিবন্ধী নারী অধিকার বিষয়ক জাতীয় সংলাপ’’ এ অংশগ্রহণের জন্য সাংবাদিক এবং লেখকদের আমন্ত্রণ

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর পক্ষে থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। বিপিকেএস সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি অ-লাভজনক, স্বেচ্ছাসেবী ও অ-রাজনৈতিক স্ব- সংগঠন। বিগত ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বির্ক জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিপিকেএস বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কার্যক্রমে একটি সফল সংগঠন হিসাবে পরিচিত। সংগঠনের কাঠামো অনুযায়ী বিপিকেএস এর নির্বাহী ও জাতীয় কমিটিতে ১০০% সদস্যই বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এবং এর ৫১% কর্মকর্তা/কর্মচারীই প্রতিবন্ধী ব্যক্তি ।

প্রতিবন্ধী ব্যক্তিদের সম-অধিকার, সম-সুযোগ ও সম-অংশগ্রহণ নিশ্চিত করতে বিপিকেএস সরাসরি প্রতিবন্ধী ব্যক্তিদের তৃণমূল স্ব-সংগঠন উন্নয়ন ও তাঁদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের আইন, প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিপিকেএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিপিকেএস প্রত্যক্ষ করেছে বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতির মধ্যে অপ্রতিবন্ধী নারীরা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা যে সকল বাধা ও বৈষম্যের মুখোমুখী হয় তার চেয়ে বেশী বৈষম্যের শিকার হয় প্রতিবন্ধী নারী। প্রতিবন্ধী নারী উন্নয়ন নেটওয়ার্ক গঠনের মাধ্যমে বিপিকেএস প্রতিবন্ধী নারীদের অবস্থার পরিবর্তনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় বিগত সময়ের অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নারীদের দাবী ও প্রয়োজনের প্রেক্ষিতে আগামী ২৩ জুন, ২০১১ তারিখে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘‘প্রতিবন্ধী নারী অধিকার বিষয়ক জাতীয় সংলাপ’’ এর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১০:০০ থেকে ১:০০ পর্যন্ত চলবে। সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন মাননীয় সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ডিরেক্টর ইনচার্জ, জাপান স্টাডি সেন্টার, চেয়ারম্যান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ এবং এ্যম্বাসেডর ইউরোপীয় ইউনিয়ন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, কলামিস্ট এবং লেখকদের উপস্থিতি কামনা করছি। আমরা বিশ্বাস করি অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি বাংলাদেশের প্রতিবন্ধী নারীদের উন্নয়ন প্রচেষ্টাকে যথাযথ করবে এবং প্রতিবন্ধী নারীদের প্রতি সকল ধরনের বৈষম্য রোধে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রতিবন্ধী নারীদের উন্নয়নে আপনার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ। আন্তরিকতায় আজমাল হোসেন মামুন উন্নয়নকর্মী বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) মোবাইল নং-০১১৯১০৮৯০৭৫. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।