এর আগেও অনেকবার দেশের বাইরে মাসের পর মাস কাটিয়েছি - চাকুরীর কারণে। প্রতিবারই ঢাকার মানুষ, রাস্তাঘাট, নিকটজনকে প্রচন্ডভাবে মিস করি। এবারের ব্যাপারটা কিছুটা ভিন্নতর। আমার ছোট মেয়ে এবং আমার স্ত্রীও আমার সাথে দেশের বাইরে পাড়ি জমিয়েছে। যখন বাসায় থাকি তখন মন ভালো থাকে।
কিন্তু কর্মক্ষেত্রে হাজারো বিদেশী মানুষের ভীড়ে প্রায়ই মন খারাপ হতে চায়। আর আমার কাজের ধারাও এমন যে অনেক সময় ডেস্কে বসে অপেক্ষা করতে হয় - উপযুক্ত সময় এবং সুযোগের আশায়। সময় কাটানোর জন্য তখন সামহয়ারের ব্লগগুলোই তখন আমার ভরসা। ব্লগগুলো পড়তে পড়তে একাকীত্ব দূর হয় আর মনও ভালো হয়ে যায়। এইবার সাহস করে তাই ব্লগে রেজিট্রেশন করে ফেললাম।
ভাবলাম দেশের জানালায় চোখ রাখার পাশাপাশি যদি মনের দুই একটা কথা সাথে শেয়ার করতে পারি - মন্দ কি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।