কভু নাহি যেতে দিবো তবু যেতে দিতে হয়। কুেয়ত ও সৌদি আরবের পর আমিরাত ও বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বন্দ ঘোষণা করলো গত দুই মাস আগে।১২ থেকে ১৫ লাখ প্রবাসী শঙ্কার ভিতর দিন পার করছে।বিেষশ করে তারা যারা ইতিমদ্দেৌ ভিসা transfer করার জন্য ভিসা cancelled করে ফেলেছেন তারা। তারা না পারছেন আগের স্থানে ফিরে যেতে না পারছেন নতুন স্থানে।সুত্র বলছে অনেক বিষয় আমিরাত সরকার আলাপ করতে ইছুক যেমন জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশীদের না আসা। এখন বাংলাদেশ সরকারের উচিত দ্রত পদক্ষেপ নেয়া যাতে সবার মঙ্গল হয়, সরকার যেন remittance থেকে বঞ্চিত না হয় আর এখানকার প্রবাসীরা যেন তাদের পরিবার নিয়ে দিনাতিপাত করতে পার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।