একজন নিরীহ প্রজাতির মানুষ
আজ ঈদের ছুটির শেষ দিন। শুয়ে বসে খেতে খেতে শরীরে চর্বি জমে গেছে। আর ল্যাপটপে বসে বসে পিঠের মাঝখানে ব্যথা হয়ে গেছে। তাছাড়াও তো আমাদের মতো দেয়ালহিন কারাগারে বন্দিদের বিশেষ কিছু করার ছিলনা। ঈদের নামাজের পর লম্বা একটা ঘুমের মধ্য দিয়ে দেশ থেকে ঘুরে এলাম।
আহা !! কি মধুর স্বপ্ন !! স্বপ্ন দেখে জীবন যৌবন সবই বিসর্জন দিয়ে যাচ্ছি। মনে হয় বাস্তবতা আমার মতো পরবাসীদের বড়ই গেন্না করে। গেন্না যদি নাই হয় তবে কাছে টেনে নিতে এতো কার্পণ্য কেন বন্ধু। কেনইবা প্রিয়জনদের কাছ থেকে একটা ঈদ শুভেচ্ছা বার্তাও পেতে পারিনা। অথচ আমাদের একটা ফোন না পেলে তোমাদের মনে কতইনা মান অভিমানের জন্ম হয়।
হায়রে প্রবাস !! তুই আমারে যা দিলে, তার চেয়ে বেশী কেড়ে নিলে। জানিনা কোন অভিশাপে অভিশপ্ত আমি। কথায় বলেনা- মানুষ চোখের আড়াল হলে, মনের আড়াল হয়ে যায়। কথাটা আসলেই সত্য। প্রমাণ চান ? কয়টা দেব ? ঠিক আছে, দেশে ১ মাস ফোন না করে দেখুন কয়জন আপনার খবর নেই।
আই ক্যান চ্যালেঞ্জ টুঁ সে - আপনার মা বাবা ও স্ত্রী সন্তান ছাড়া আর কেউ নেবেনা, কেউ না। আপনাকে নিয়ে ভাবার মতো সময় কারো নেই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। এটাই নিষ্ঠুর সত্য। কথায় কথা টেনে আনে।
লিখতে বসেছিলাম সংক্ষিপ্ত ঈদ ভাবনা। হয়ে গেল ঈদ রচনা। সে যাই হোক। কাল থেকে কর্ম ব্যস্ত জীবন আবার শুরু। দোয়া করবেন সবাই।
সকলকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।