আমি সরল মানুষ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের বিপর্যয়ের পেছনে কারো না কারো হাত রয়েছে। দোষীদের শাস্তি হতেই হবে। তবেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। কারণ বাজারের স্থিতিশীলতার স্বার্থে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা অত্যাবশ্যক। নবগঠিত এসইসি পূর্ণমাত্রায় দায়িত্ব পালনের কারণে বাজারে স্থিতিশীলতা আসবে বলে তিনি আশা করেন।
আজ মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। এখন বিনিয়োগের ঝুঁকি অনেক কম।
তিনি বলেন, পুঁজিবাজারের চলমান বিপর্যয় থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। তারা বেশকিছু সুপারিশ প্রদান করেছে।
সুপারিশগুলো নিয়ে বৃহস্পতিবার অর্থমন্ত্রীর সাথে আলোচনা করা হবে।
কালো টাকা সাদা করার সুযোগ পুঁজিবাজারেও রাখা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মুস্তফা কামাল বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ বন্ডের ক্ষেত্রে দেয়া হয়েছে সে সুুযোগ যেন পুঁজিবাজারেও দেয়া হয়, সে ব্যাপারে অর্থমন্ত্রীর সাথে আলোচনা করব। আশা করি, তাকে বোঝাতে পারব।
এ সময় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফ আলী এমপি, এমএ মান্নান এমপি, মহিউদ্দিন খান আলমগীর, ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটো, পরিচালক আহেমদ রশিদ লালি প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, প্রস্তাবিত ২০১১-১২ বাজেটে সরকারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।
পুঁজিবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে বন্ডের ক্ষেত্রে প্রযোজ্য এ সুবিধা পুঁজিবাজারেও দেয়ার দাবি করে আসছে ডিএসই ও সিএসই।
(শীর্ষ নিউজ ডটকম/ এএস/ এমআই/ জেডআর/এআইকে/ ২০.২৮ঘ.) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।