যে পৃথিবী কাঁদে আজ কারুণের লুব্ধ বেষ্টনীতে, যে সমাজ বিকলাঙ্গ শাদ্দাদের চক্রান্তে, যেখানে নমরুদের ব্যাভিচারে শ্বাসরুদ্ধ হয় প্রতিক্ষণে, জাগে বলদর্পী ফেরাউন ক্ষমতালোলুপ অন্ধকারে-- সেখানে বিভ্রান্ত সেই মানুষের পৃথিবীতে আজ আমি চলি জালিমের মৃত্যুবার্তা নিয়ে। সে মাটিতে সব শৃঙ্খলিত মাঠে করি মুক্ত আলোক সম্পাত। ব্যাক্তি আর সমাজের পূর্ণতার বাণী বয়ে চলি। নবীর উম্মত আমি, ইনসাফের উত্তরাধিকারে আমি চলি ইনসানের শেষহীন সম্ভাবনা নিয়ে তোমার সুতিক্ত দ্বন্দ্ব তীব্রতম হোক তবু জেনো-- এখানে মাটির বুকে সর্বশেষ জয় মানুষেরই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।