আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিন পবিত্র কুরআন পড়েন টনি ব্লেয়ার

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি ! আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি । । সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রতিদিন পবিত্র কুরআন পাঠ করেন। সোমবার লন্ডনের দ্যা অবজারভার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে ব্লেয়ার বলেন, ‘আগে প্রতিদিন বাইবেল পড়তাম এখন কুরআন পড়ছি। কুরআন আমাকে বর্তমান পৃথিবীকে বুঝতে সাহায্য করছে।

এটি শুধু ধর্মগ্রস্থই নয় বরং একটি চমৎকার শিক্ষনীয় নিন্দেশিকা’। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের। ২০০৭ সালে নির্বাচনে হেরে ক্ষমতা ছাড়ার পর তিনি ধর্মের বিষয়ে আগ্রহী হয়ে ওঠেনএবং নিজের ধর্ম হিসেবে ক্যাথোলিক মতবাদে দীক্ষা নেন। কুরআনকে বিশ্বাসভিত্তিক সাহিত্য উল্লেখ করে ব্লেয়ার বলেন, এই সাহিত্য বিশ্বায়ন যুগের বিশ্বকে অনেক গুরুত্বপূর্ণ সমাধান দিতে পারে। এছাড়া, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া এই চতুষ্টয়ের হয়ে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে কাজ করতে ইসলাম ও অন্যান্য ধর্মের জ্ঞান তার জন্য খুবই দরকারি বলে বর্ণনা করেন ব্লেয়ার।

লেবার পার্টির এই সাবেক নেতা মুসলিমদের ধর্মকে ‘চমৎকার’ আখ্যায়িত করে প্রশংসা করেন। তিনি বলেন, মানুষকে সৎপথে পরিচালনার ক্ষেত্রে ইসলামের নবী মুহাম্মদের অসাধারণ ক্ষমতা ছিল। এই প্রথম ধর্ম বিষয়ে খোলামেলা কথা বললেন ব্লেয়ার। এরআগে তিনি নিজেকে ধর্মে অবিশ্বাসী বলে পরিচয় দিতেন। উল্লেখ্য গত অক্টোবরে ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ (শেরি ব্লেয়ারের বোন) ইসলাম ধর্ম গ্রহণ করেন।

প্রসঙ্গত ক্ষমতা ছাড়ার পর ব্লেয়ার ধর্মের মধ্যে বিভেদ দূর করার লক্ষ্য নিয়ে ‘টনি ব্লেয়ার ফাউন্ডেশন’ গঠন করেন। I read the Holy Quran everyday: Tony Blair  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.