নিজের জন্য সব গ্লাণী, সবার জন্য ভালোবাসা।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ভারতবর্ষের মহারানী ভিক্টোরিয়া ১৮১৯ খ্রিস্টাব্দের ২৪ মে লন্ডনের কেনসিংটন প্যালেসে জন্মগ্রহণ করেন। ১৮৩৭-১৯০১ সাল পর্যন্ত তিনি এ অঞ্চলের রানী ছিলেন। তিনি ছিলেন ডিউক অব কেন্ট প্রিন্স এডওয়ার্ডের একমাত্র সন্তান। আট বছর বয়সে তিনি পিতৃহারা হন।
রাজা তৃতীয় জর্জ তার পিতামহ। ১৮৩০ সালে রাজা চতুর্থ জর্জের মৃত্যুর পর তার ভাই চতুর্থ উইলিয়াম স্থলাভিষিক্ত হন। কিন্তু উইলিয়ামের কোনো সন্তান না থাকায় ভিক্টোরিয়া তার উত্তরাধিকারী মনোনীত হন। চাচা চতুর্থ জর্জ তার নাম রেখেছিলেন আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া।
১৮৪০ সালে চাচাতো ভাই প্রিন্স আলবার্টের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।
তাদের ঘরে ৯ সন্তানের জন্ম হয়। তার নাতি-নাতনী ছিল ৪২ জন। এজন্য তাকে ইউরোপের দাদিও বলা হতো। অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন বিদূষী এই রমণী আলবার্টের মৃত্যুর পর আর বিয়ে করেননি। তার ৬৩ বছর ৭ মাসব্যাপী শাসনামল ছিল যে কোনো ব্রিটিশ রাজার চেয়ে দীর্ঘতর।
পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় আর কোনো রমণীই রানীর ভূমিকায় ছিলেন না। তার আমল ভিক্টোরিয়ান এরা হিসেবে স্বীকৃত। ১৮৫৭ সালে মহাবিদ্রোহের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়ে যায়। ফলে ভিক্টোরিয়ার আমলে ভারতবর্ষ রানীর শাসনে চলে যায়। ১৯০১ সালের ২২ জানুয়ারি তিনি অসবর্ন হাউসে পরলোকগমন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।