আমাদের কথা খুঁজে নিন

   

রাতের রানী



লাল ফিতায় বেয়ানী জোড়া পটল চেরা আঁখি, ফ্রেস পাউডার কপলে তার মারতেছিলো উঁকি। সময়টা যে, কত-সারা দিন গত হয়ে রাত দেড়টা মত। রাস্তা প্রায় ফাঁকা লাইট পোস্টের নীচে বসে সেই মেয়েটি একা। এগিয়ে গেলাম কাছে কাছে যেতেই কাজল চোখে ফ্যাল ফ্যালাইয়া হাসে। জিজ্ঞাসিলুম তারে: এত রাতে কোন বিপদে রাজ পথেতে পড়ে? আমায় বলে ন্যাকা ভাজা মাছ উল্টে তুমি খাওনি বুঝি একা? রসের কথা ছাড়ো টাকা আমি পাঁচ'শ নিবো সংখ্যা কজন বলো? আমি বলি কিরে এই মেয়েটি এই পথেতে কেমন করে এলে।

এই না কথা ছোড়া ঠিক যেন কাঁচের গ্লাস ভাঙ্গলো এক জোড়া। বললো আমায় কেঁদে বুকের ভেতর ব্যাথা যেন দিলো আমায় সেধে। গ্রামের সহজ সরল সখিনা তার নাম এই সমাজি দিয়েছে তার বেশ্যা খাতায় নাম। আমরা যারা সমাজপতি গলাবাজি করি, ইচ্ছা হয় আমি তাদের লাল জিব্হাটা ছিঁড়ি। নিজের মেয়ে নিজের কাছে কত স্বপ্ন সাধের ফুটপাতের এই মেয়েরা শিকার হলো কাদের।

লেখা সেলিম জাহাঙ্গীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।