আমাদের কথা খুঁজে নিন

   

কাউন্সিলর কমছে ক্যাটাগরি '৩'-এ

দিন তিনেক আগে বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে উন্মুক্ত বিতর্কে বসার দিনক্ষণ জানিয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। যদি বিসিবি সভাপতি চ্যালেঞ্জটি গ্রহণ করতেন, তাহলে গতকালই বসার কথা ছিল দুই ক্রিকেট ব্যক্তিত্বের। পাপন চ্যালেঞ্জ গ্রহণ করে বসার সময় জানাননি বলে বসা হয়নি বিসিবির বর্তমান ও সাবেক সভাপতির। তবে ক্রিকেটপ্রেমীরা চাতক পাখির মতো বসে আছেন দুই ক্রীড়াপাগল ব্যক্তিত্বের উন্মুক্ত বিতর্ক দেখতে। দুজনেই বিসিবির আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

দুজনেই ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডের ফাঁকেই গুছিয়েছেন নিজেদের প্যানেল। যদিও ক্রিকেট বোর্ড থেকে এখনো ক্যাটাগরি ১, ২ ও ৩-এর কাউন্সিলরদের নাম চেয়ে কোনো চিঠি পাঠানো হয়নি। আগামীকাল চিঠি পাঠানো হবে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির এক পরিচালক। চিঠি পাঠানো হলেও কেউই এখন পর্যন্ত পরিষ্কার হয়নি ক্যাটাগরি ৩-এর কাউন্সিলর সংখ্যা। গত নির্বাচনে ক্যাটাগরি '৩'-এর কাউন্সিলর সংখ্যা ছিল ৪৩।

এবার সংখ্যা কমার সম্ভাবনাই বেশি। সেটা ৩২ হতে পারে!

গত নির্বাচনে ক্যাটাগরি ৩-এ ৫ জন সাবেক অধিনায়ক, ১০ জন জাতীয় দল ও প্রথম শ্রেণীর সাবেক ক্রিকেটার, ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৯টি শিক্ষাবোর্ড, ৬টি সার্ভিসেস দল ও ৫টি জাতীয় ক্রীড়া পরিষদের কোটার কাউন্সিলর। সব মিলিয়ে ছিল ৪৩ কাউন্সিলর। বিসিবির আসন্ন নির্বাচনে থাকছে না শিক্ষাবোর্ড। কেননা গত চার বছরে কোনো ধরনের টুর্নামেন্ট খেলেনি শিক্ষাবোর্ডগুলো।

শিক্ষাবোর্ডের সংখ্যা বর্তমানে ১০টি। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সংখ্যা বাড়ছে। গত নির্বাচনে ছিল ৮টি বিশ্ববিদ্যালয়। এবার কাউন্সিলর হবে ৯ বিশ্ববিদ্যালয়ের। নতুন সংযোজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

কৃষি বিদ্যালয়ের অনুরোধেই তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবার। যদিও বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ৩২টি। বিসিবির আগের নির্বাচনে ক্যাটাগরি ৩-এর কাউন্সিলর ছিল ৬টি সার্ভিসেস দল। এবার সেখান থেকে বাদ পড়তে যাচ্ছে তিনটি। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমানবাহিনী ও বিকেএসপি লিগ খেলার পাশাপাশি সার্ভিসেস হওয়ায় দুটি করে কাউন্সিলরশিপ পেত।

এবার সার্ভিসেস কোটা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে। বাদ দেওয়া প্রসঙ্গে বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজন বলেন, 'সার্ভিসেস দলগুলোর ক্ষেত্রে দেখা হচ্ছে তাদের কার্যক্রম। সেসব বিবেচনা করেই সার্ভিসেস দলগুলোর বিপক্ষে চিন্তা করছে ক্রিকেট বোর্ড। ' শিক্ষাবোর্ড বাদ দেওয়ার বিষয়ে বলেছেন, 'আমরা চূড়ান্ত তালিকা তৈরি করার পরই বাদ দেওয়া বা সংযোজনের কথা বলব। '

বিসিবির নির্বাচনে তিন ক্যাটাগরিতে কতজন কাউন্সিলর, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

তবে ক্যাটাগরি ১-এর কাউন্সিলর সংখ্যা ৭১টি। যাতে ৭টি বিভাগ ছাড়া রয়েছে ৬৪ জেলা। ক্যাটাগরি ২-এ ৫২ ক্লাবের কাউন্সিলর সংখ্যা ৫৮টি। আগের নির্বাচনে কাউন্সিলর সংখ্যা ছিল ৫২টি। গত মৌসুমের প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের সুপার সিঙ্রে ৬টি ক্লাবের কাউন্সিলর সংখ্যা এবার দুটি করে ১২টি।

জাতীয় ক্রীড়া পরিষদের ২ ক্যাটাগরির এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিসিবির সাবেক অধিনায়ক সাবের হোসেন। তিনি বলেন, 'ফিফায় সবার ভোট সমান। ব্রাজিলের ৩টির বিপরীতে বাংলাদেশের একটি ভোট নয়। দুই দেশের ভোট সমান। ক্লাবগুলোর ভোটও সমান থাকা উচিত ছিল।

'

কাউন্সিলর সংখ্যা কমানো, বাড়ানো সব কিছুই করা হচ্ছে আসন্ন নির্বাচনে। কিন্তু ক্রীড়া ব্যক্তিত্বরা শঙ্কিত নির্বাচন নিয়ে। তারা নিশ্চিত হতে পারছেন না নির্বাচন হওয়া নিয়ে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.