বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। কয়েকদিন ধরে ব্লগে চলছে মারামারি। নারী নির্যাতন আর পুরুষ নির্যাতন নিয়ে শুরু হয়েছে অস্বস্তিকর ক্যাচাল। আমরা বাঙালিরা আসলেই ক্যাচাল করতে আর অযথা প্যাচাল পাড়তে ভালোবাসি। কোথাও শান্তি নাই।
আওয়ামীপন্থী-বিএনপি-জামাত (সাথে শিবির) পন্থী, নারীবাদী-পুরুষবাদী, আস্তিক-নাস্তিক-- কী যে শুরু হয়েছে তা আর বলার মত না। আমরা যে এখনো কেন কোন একটা বিষয়ে এক মত হতে পারলাম না তা কে বলতে পারে?
রোমানা'র নাক কামড়ে খেয়ে ফেললো তার স্বামী, মার্টিনের লিঙ্গ কেটে দিয়ে মেরে ফেলল তার বৌ, আজকে শুনলাম রেশমা নামে কে যেন স্বামীর বিচি গেলে দিয়েছে লাথি মেরে। কয়েকদিন আগে নাকি ধর্ষন করতে গিয়ে এক বদমাশ জনৈক মহিলার হাতে নুনুটা খুইয়ে এসেছে- মহিলা চাকু দিয়ে কেটে দিয়েছে তার লিঙ্গ (ভালোই করেছে) । হলোটা কি দেশের??
কোথাও শান্তি নাই- না রাস্তায়, না অফিসে, না শিক্ষা প্রতিষ্ঠানে, না বাড়িতে। শান্তি চাইরে ভাই-শান্তি চাই।
আর কোথাও না হোক, পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে কি বেঁচে থাকার কোন অর্থ থাকলো?
ইদানিং ব্লগের বিভিন্ন পোস্ট পড়ে মনে হচ্ছে অচিরেই হিন্দু মুসলমান ক্যাচাল শুরু হবে। এত ক্যাচালের মধ্যে নিরিপেক্ষ ভাব নিয়ে থেকে আর লাভ নাই। তাই সকল ব্লগারগণের প্রতি আহবান- "আসুন, বিভিন্ন ক্যাচালের বিষয়সমূহের মধ্যে কোন একটি বেছে নিয়ে কোমর বেঁধে লেগে পড়ি। কারণ, আপনার নিরপেক্ষ সুশীল পোস্ট কেউ পড়ে না। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।