হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ বাজে কথা কম বক, পদ্মা সেতু রূপকথাতেই সম্ভব! ২ শুনেন একটা কমিক, আবুল মিয়া বিরাট দেশ প্রেমিক! ৩ ধামাচাপা পড়ে গেলো ইলিয়াস ইস্যু, ঘাম মুছে ফেলে দিলো ব্যবহৃত টিস্যু! ৪ গোড়াতেই দেখি গলদ দেশ চালাবে বলদ? ৫ কবে আর আসিবে সুদিন? কাঠমোল্লারা পানিতে ফু’দিন! ৬ এই যে শুনছো? মাননীয়!? প্রাণ ও নিয়ো মান ও নিয়ো! ৭ লেবু টক নীম তিতা, ছাগুদের প্রিয় কাঁঠাল পাতা! ৮ আঙ্গুল ফুলে হয়েছে কলা! চোরের মা’র জিরাফ গলা! ৯ হায়রে আমার প্রশাসন! চলছে চলুক গো-শাসন! ১০ চারিদিকে রাজাকার, এই দুই রানী কার? ১১ রুই কাতলা কোন্দলে, আমজনতা কোন্ দলে? ১২ সবাই বলে সংবিধান, দহন-এ কয় wrong বিধান!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।