সবাই কেমন আছেন।
আমি তেমন ভালো নাই।
আনেক দিন পর লিখছি।
আজ আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের সামাজিক যোগাযোগ করার কিছু সাইতের সাথে পরিচয় করিয়ে দেব। আনেকেই এ ব্যাপারে জানেন মনে হয়।
যারা এই সম্পর্কে জানেন না, আমি তাদের জন্যই এই টিউনটি করা।
আসলে এই সাইট গুলি ফেইসবুক এবং টুইটর কে আনুসরন করে করা হয়েছে। যদিও এই সাইট গুলি ফেইসবুক এবং টুইটরের সেবা প্রদান করতে পারেনা।
তারপর মন্দ কি আমাদের দেশি সাইটতো। এই সাইট গুলকে জনপ্রিয় করে তুলার কাজ এক মাত্র আমাদেরই।
আর বিস্তারিত লেখার প্রয়োজন মনে করছি না। আমি নিচে লিংক গুলি শেয়ার করছি আপনার যেটা ভালো লাগে সেটাতে সাইন আপ করে নিবেন। আমার কাছে ফেইসবই ভালো লেগেছে।
আর একটি অনুরোধ যে কোন একটি সাইটে আপনি সাইন আপ করে ফেইসবুকের মত ব্যবহার করবেন আশা করি।
১) http://www.howkow.com
২) http://www.mylemex.com
৩) http://www.prithbi.com
৪) http://www.bdspot.com
৫) http://www.faceboi.com
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,(সুজন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।