অনেক সময়ই কম্পিউটার বা ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ডিফল্ট সিস্টেমের মাধ্যমে উইন্ডোজ স্ক্রিনশট নেওয়া গেলেও এতে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার কোনো সুযোগ নেই। তবে নিচের সফটওয়্যার দুটি এ ক্ষেত্রে বেশ কাজে আসবে।
পিকপিক
স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে পিকপিক বেশ কাজের একটি সফটওয়্যার। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইউজার ফ্রেন্ডলি ইমেজ এডিট টুল রয়েছে।
এর মাধ্যমে খুব সহজেই ফটোশপের মতোই ইমেজ এডিট করা যায়। মাত্র ২.৫৬০ মেগাবাইটের এ ফ্রিওয়্যার সফটওয়্যারটি দিয়ে উইন্ডো বা ওয়েবপেইজের নানা ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে। ইচ্ছামতো কাস্টোমাইজ করতে পারবেন আপনার স্ক্রিনশট ভিউ। পুরো স্ক্রিন ও স্ক্রিনের যেকোনো অংশের প্রয়োজন অনুযায়ী শট নিতে এটি বেশি কার্যকর। এ ছাড়া সফটওয়্যারটি ব্যবহার করে সহজেই ব্রাইটনেস, কনট্রাস্ট, কালার প্যালেট, ইফেক্টসহ ইমেজের সব ধরনের কাজই করা যাবে।
সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যেই। ঠিকানা http://www.picpick.org/download ।
ফায়ারশট
ফায়ারশট মূলত ইন্টারনেট ব্রাউজারভিত্তিক একটি অ্যাড অনস। ইন্টারনেট এঙ্প্লোরার এবং মজিলা ফায়ারফক্সে এটি কাজ করে। ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা Click This Link এবং মজিলা ফায়ারফঙ্ ব্যবহারকারীরা http://screenshot-program.com/ fireshot.xpi থেকে অ্যাড অনসটি যুক্ত করে নিন।
এরপর ব্রাউজারে Fireshot নামের নতুন একটি বাটন যোগ হবে। বাটনের পাশে ছোট Arrow key-তে ক্লিক করে Capture Entire Page ক্লিক করুন। তাহলে পুরো ওয়েবসাইটের ছবি ক্যাপচার হবে। এবার Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিতে হবে।
( ১৫ -০৬ - ২০১১ ) -তারিখের টেকবিশ্ব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।