আমাদের কথা খুঁজে নিন

   

তামাবিল স্থল বন্দরের ভূমি ভারতকে ছেড়ে দেয়া হচ্ছে আজ

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় আজ শনিবার থেকে তামাবিল সীমান্তে আবারও শুরু হচ্ছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের জরিপ কাজ। তামাবিল স্থল শুল্ক স্টেশনের কাছে বাংলাদেশের প্রায় ৩ একর ভূমি জরিপ টিম আজ ভারতকে ছেড়ে দিচ্ছে। আজকের জরিপকে কেন্দ্র করে তামাবিলে কয়লা ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। আগামী ৩০ জুন পর্যন্ত সীমান্তে জরিপ কাজ চলবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এর আগে পাদুয়া সীমান্তে ১২৭০ থেকে ১২৭১ এর ৭ এস নং পিলার পর্যন্ত তিনটি খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করে দেশের ভূ-খণ্ড ভারতকে দেয়ার প্রক্রিয়া শুরু হলে সীমান্তে অসন্তোষ দেখা দেয়।

আজ আবারও বাংলাদেশের দ্বিতীয় স্থল বন্দর সিলেটের তামাবিল সীমান্ত এলাকার ১২৭৫ নং পিলারের ১ এস থেকে ৭ এস পিলার পর্যন্ত বাংলাদেশি ৩ একর ভূ-খণ্ড ভারতকে ছেড়ে দিতে পারে বাংলাদেশি জরিপ টিম- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সীমান্তজুড়ে। এ ব্যাপারে জরিপ টিমকে জিজ্ঞেস করা হলে উচ্চ পর্যায়ের নির্দেশে আজ শনিবার সকাল ১০টার দিকে তামাবিল স্থল বন্দরের প্রায় ৩ একর ভূমি ভারতকে বুঝিয়ে দেয়ার কথা রয়েছে বলে স্বীকার করেন তারা। বিজিবি ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শফিউল আলম সাংবাদিকদের জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে উভয় দেশের জরিপ দল কাজ করছে, জমি ছেড়ে দেয়া বা পিলার স্থাপন বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এমদাদ হোসেন বলেন, তামাবিল স্থল বন্দরের কিছু জায়গা ভারতকে ছেড়ে দিলে সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হবে, পাথর উত্তোলন বন্ধ হয়ে যাবে, কয়লা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির স্বীকার হবেন, শ্রমিকরা বেকার হয়ে পড়বে এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, তামাবিল স্থল বন্দর রক্ষায় প্রয়োজনে সীমান্তবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সূত্র্ : ইত্তেফাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।