আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে -- জাফলং , তামাবিল , হরিপুর গ্যাসফিল্ড ( পর্ব ৩ )

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে প্রথমেই বলে নেই সিলেট এ সব কিছুর দাম বেশি , , , লন্ডনী এলাকা , , ১ জন গেলে খরচ বেশি , ৪-৬ জন গেলে সবচেয়ে ভাল । কারন সিএনজি বা টমটম বা রিক্সা তে খরচ কম হবে , হোটেল ভারা কম লাগবে। ঢাকা থেকে সিলেটঃ শ্যামলী / হানিফ নন এসি ৩৮০ টাকা , ট্রেন ১৮০ নন এসি , এসি ৩০০-৩৫০ , কমলাপুর থেকে এ সব পাবেন। ভাড়া হোটেল ভারা ও খাওয়া খরচ ঃ সিঙ্গেল রুম নন এসি ৪০০-৬০০ , , , ডবল ১০০০-১৪০০ এবং ১৮০০ প্লাস। এর কম ভাড়াতে হোটেল আছে।

( নিম্নমানের হোটেলে না উঠাই ভালো , রাত এ বিপদ এ পরতে পারেন । ) মুরগী / গরু , ভাত ডাল সবজি প্রতি বেলা ১২০+ চা ৫-৮ , , মধুবন এর মিষ্টি , উনডাল হোটেল এর ইশপেশাল বিরিয়ানি (চিকেন মাটন এক সাথে) ১৬০ , জিন্দাবাজার । ৫ ভাই হোটেল ভাত ডাল ফ্রি , জোল্লাড় পার। জাফলং তামাবিল হরিপুর ভ্রমণঃ সিএনজি করে ৪-৫ এক সাথে যেতে পারেন , সারা দিন এড় জন্য ১৫০০ -১৬০০ । গাড়ী ২০০০ + (৮ সিট) ।

প্রথম জাফলং যাবেন , সিএনজি পারকিং এ রাখবেন ৫-৬ ঘণ্টা , এ সময় পুরা এড়ীয়া ঘুরবেন। ৫ টাকা নৌকা ভাড়া দিয়া নদী পার হন। ও পার এ খাসিয়া পুঞ্জি । বাইক চালিত গাড়ী ৩৫০-৪৫০ টাকা (৮ জন) । চা বাগান এ ঘুরার সহ ১-১.৫ ঘণ্টা ।

পুঞ্জির শেষ মাথায় নামীয়ে দিবে। এবার নৌকা ভাড়া করুন জাফলং ০ পয়েণ্ট যাওয়ার জন্য । ৩০০-৩৫০ টাকা ২ ঘণ্টা জন্য , যাওয়া আসা মাঝখানে ১ ঘণ্টা । এবার নৌকা মাঝি আপনাকে ঘাটে নিয়ে আসবে , যেখানে সিএনজি পার্ক করা ছিল। আসার পথে তামাবিল , হরিপুর গ্যাসফিল্ড হয়ে আসুন ওপারে মেঘালয় ভটভটি বাইকে খাসিয়া পান খাসিয়া পুঞ্জিতে প্রবেশের পূর্বে অবশ্যই পড়বেন ব্রিজের এপারে বাংলাদেশ , ওপারে ভারত কালো পাথর , , ভারত সিমান্তে তামাবিল হরিপুর পুকুর থেকে গ্যাস উঠছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.