আমাদের কথা খুঁজে নিন

   

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর অপতৎপরতা

চট্টগ্রামের ভাটিয়ারী এলাকাটি বাংলাদেশ মিলিটারী একাডেমির জন্য বিখ্যাত। ভাটিয়ারী হাটহাজারী লিংক রোডটির ভাটিয়ারী অংশে একটি স্মৃতি সৌধ রয়েছে। এখানে মিলিটারী পুলিশ এবং হাইওয়ে পুলিশ সব সময় টহলরত অবস্থায় থাকে। রাজনৈতিক ভাবে এলাকাটি অত্যন্ত শান্ত। মৌলবাদী সংগঠনের অস্তিত্ত্ব নেই বললেই চলে।

তবে কিছু দিন পর পর কে বা করা রাতের বেলা হিজবুত তাহরীর ঢাউস আকৃতির পোস্টার দেওয়ালে এবং বিদ্যুতের পিলারে লাগিয়ে যায়। পোস্টার গুলো প্রকাশ্য স্থানে লাগানো হয়। রাতের বেলা অনেক দোকান খোলা থাকে। তাছাড়া কয়েকজন দাড়োয়ান রাতে পাহারায় থাকে। তাই গোপনে পোস্টার লাগানো সম্ভব নয়।

আজ সকালে ঘুম থেকে উঠে দেখি হিজবুত তাহরীর পোস্টারে ছেয়ে গেছে সমগ্র এলাকা। পুলিশ বা মিলিটারী পুলিশ সম্ভবত জানেনা হিজবুত তাহরী একটা নিষিদ্ধ সংগঠন। যদি তারা তা জানত অবশ্যয় হিজবুত তাহরীর বিরুদ্ধে এ্যাকশন নিত এবং এর জন্য তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবেনা। এলাকার দোকানদার (যাদের দোকান রাতে খোলা থাকে) এবং দারোয়ানদের সাহায্য নিলেই হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.