আমাদের কথা খুঁজে নিন

   

দূরত্ব

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল অনেক ইংগিত ছিল, প্রলোভন তবু তোমাকেই খুঁজে গেছি রাত্রিদিন চায়ের প্রহর থেকে ঝুম বৃষ্টির ভেতর তীব্র হিমে জরজর- শীতকাপড়ের প্রশ্রয়ে তোমার কথাই ভেবে গেছি জানলায় জড় হলে এক টুকরো বিষাদ গোধূলী স্মৃতি হাতড়ে হাতড়ে তোমার নামটুকুই খুঁজে পাই ডানা থেকে ঝেড়ে ফেলি হিম পাতাঝরা শাখা জুড়ে জন্মাতে চাই নতুন কলি, পল্লব। স্মৃতিরঙ ঝেড়েমুছে পেরিয়ে আসতে চাই নিঝুম মৌনগলি, মগ্নতা নিঃশব্দ নিয়তির মত অলক্ষ্যে এসে উঠোনে দাঁড়াও। মুখ ভার কর, তীব্র অভিমান। অথচ দেখ- কত কাছে থাক- তবু যোজন দূরত্ব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।